প্রিয় ব্লগার,
শুভেচ্ছা নিন। অত্যন্ত আনন্দের এবং সম্ভাবনাময় একটি সংবাদ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বাঁধভাঙ্গার আওয়াজ, সামহ্যোয়ার ইন...ব্লগ প্রথম থেকেই সকল মানুষের মুক্ত মত প্রকাশের জায়গাটি তৈরির বিষয়ে যেমন সচেষ্ট থেকেছে তেমনি ব্লগারদের জন্য নতুন নতুন সম্ভাবনা ও সুযোগ তৈরির বিষয়েও মনোযোগী থেকেছে। এরই ফলাফল হিসেবে আমরা নাগরিক সাংবাদিকতা, পাবলিক পরিমন্ডলে জনমানুষের সক্রিয় অংশগ্রহণ, জনমত তৈরিতে নেতৃত্ব প্রদান, শিল্প-সাহিত্য, মানব কল্যাণে যূথবদ্ধতা, ইত্যাদি সবখানে ব্লগারদের যোগ্য এবং সক্রিয় উপস্থিতি গর্বের সাথে লক্ষ করি। বিশেষ বিশেষ টপিকে তথ্য সম্মৃদ্ধ ও মান-সম্মত লেখালেখির জায়গাটিতেও ব্লগাররা গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন বেশ কয়েক বছর ধরেই।
চলছে পবিত্র মাস রমজান। এ মাস প্রতিটি রোজাদারের জন্য বিশেষ ফজিলতের মাস। খাওয়া-দাওয়া, কেনাকাটা থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রেই সংযমের শিক্ষা দেয় রমজান। কিন্তু সংযমের এ মাসেই বোধহয় আমরা হয়ে উঠি সবচেয়ে বেশি অসংযমী; কখনো ইচ্ছাকৃত, কখনো বা অনিচ্ছাকৃতভাবে। রমজান মাসের সংযম, শুদ্ধতা, পরিচ্ছন্নতা ও সহমর্মিতায় আমরা সবাই যেন নিবিষ্ট থাকি সে বিষয়টি মাথায় রেখেই ইউনিলিভারের প্রস্তাবে দশ দিনের জন্য একটি জনসচেতনতা মূলক সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন সামহ্যোয়ারইন…ব্লগে চলছে। সংশ্লিষ্ট বিষয়ে ব্লগারদের মান সম্পন্ন পনেরটি পোষ্ট বাছাইয়ের কাজও চলছে। আমরা ব্লগারদের কাছে ব্লগে “রমজান, সংযম, সহমর্মিতা” বিষয়ক ভালো লেখা আহবান করছি। এক্ষেত্রে সামহ্যোয়ারইন…ব্লগে পূর্বে প্রকাশিত লেখাও গ্রহণযোগ্য হবে। ব্লগাররা চাইলে তাদের পোষ্টের লিংক [email protected] এই ঠিকানায় পাঠাতে পারেন। সামহ্যোয়ারইন…এর উদ্যোগে প্রতিটি বাছাইকৃত লেখার জন্য একটি নির্দিষ্ট পরিমাণ সম্মানী দিতে ইউনিলিভার নিশ্চিত করেছে।
আপনারা জেনে খুশি হবেন যে, ইতিমধ্যে সামহ্যোয়ার ইন...ব্লগ, দেশের ঐতিহ্যবাহী এবং প্রভাবশালী দৈনিক পত্রিকা, “ইত্তেফাকের” সাথে মিডিয়া পার্টনারশিপে যুক্ত হয়েছে। যার ফলে ব্লগারদের লেখা জাতীয় দৈনিকে প্রকাশিত হবার সুযোগ এবং আরো বৃহত্তর পাঠক গোষ্ঠীর কাছে পৌছে যাবার সুযোগ পেয়েছে।
প্রচলিত জাতীয় ও আর্ন্তজাতিক দিবস, উৎসব, সাম্প্রতিক ঘটনা ইত্যাদি বিষয়গুলোকে লক্ষ করে প্রতিমাসে সর্বোচ্চ চারটি করে ব্লগপোষ্ট দৈনিক ইত্তেফাকে প্রকাশিত হওয়ার সুযোগ আমরা তৈরি করেছি। এই লেখাগুলি হতে হবে বিষয়ভিত্তিক, মানসম্পন্ন, এবং সর্বোচ্চ পাঁচশত শব্দের মধ্যে। প্রতিটি প্রকাশিত লেখার জন্যে ব্লগাররা দৈনিক ইত্তেফাকের কাছ থেকে সরাসরি একটি নির্দিষ্ট পরিমাণ সম্মানী পাবেন সে বিষয়টিও আমরা নিশ্চিত করেছি। এজন্য খেয়াল রাখতে হবে যে, লেখাগুলো কেবলমাত্র সামহ্যোয়ারইন…ব্লগেই প্রকাশিত হয়েছে এবং অন্য কোথাও প্রকাশিত হয়নি। ব্লগের ও ব্লগার পরিচয়ের যে গুরুত্ব ও সম্মান সেটিকে সর্বদা প্রতিষ্ঠিত করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হল এই উদ্যোগ। আসছে ঈদ উল ফিতর সর্ম্পকে সৃষ্টিশীল মৌলিক লেখা লিখুন এবং ব্লগে প্রকাশ করুন। পাশাপাশি পাঠিয়ে দিন [email protected] এ।
শুভ ব্লগিং।