প্রিয় ব্লগার,
মুসলমানদের জন্য সংযম ও সহমর্মিতার মাস পবিত্র রমজান মাস। সারা বিশ্বের মত এদেশেও উপযুক্ত ভাবগাম্ভীর্য ও পবিত্রতার মধ্য দিয়ে সিয়াম সাধনা বলবৎ রয়েছে। পবিত্র রমজান মাসের শিক্ষা সকল ধর্মের মানুষের জীবনে কার্যকর ভূমিকা রাখতে পারে।
রমজান মাসের অর্ধেকটা পেরিয়ে গেছে ইতিমধ্যেই। বিশ্বের সেরা ক্রীড়া ইভেন্টের উন্মাদনাও স্তিমিত হতে শুরু করেছে । সিয়াম সাধনার পবিত্র মাস শেষ হলেই মুসলমানদের সবচেয়ে বড় উৎসব, ঈদ উল ফিতর। আর এই সর্ববৃহৎ উৎসব, ঈদ উল ফিতরের আকর্ষণীয় ব্যানার তৈরীতে অংশ নিতে আমরা সকল ব্লগার বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি। সামহোয়্যার ইন...ব্লগের জন্য আপনাদের তৈরী বিজয়ী ব্যানারটি ঈদের সময়টাতে এই ব্লগে শোভা পাবে।
আপনার আনন্দময় কল্পনা শক্তিকে উন্মুক্ত করে যে ব্যানারটি তৈরী করবেন তা হতে পারে কম্পিউটার ডিজাইন, ফটোগ্রাফি, হাতে আঁকা ছবি বা অন্য যে কোন কিছু যা সামহোয়্যার ইন...ব্লগ এবং সার্বজনীন ঈদ আনন্দের সাথে সামঞ্জস্যপূর্ণ ।
আপনার ডিজাইন/ব্যানার জমাদানের পূর্বে যে বিষয়গুলো খেয়াল রাখবেন:
- ব্লগাররা শুধুমাত্র ব্যানারের ব্যাকগ্রাউন্ড ইমেজ এর ডিজাইন তৈরী করবেন এবং আমরা তার উপর অন্যান্য হেডার অংশগুলো যেমন গ্লাস ইফেক্ট, সাদা মেনুবার, লোগো, ভাষা পরিবর্তনের জন্য টপফ্রেম ইত্যাদি বসিয়ে নেবো।
- ব্যানার ইমেজ সার্বজনীন হতে হবে। কোন নির্দিষ্ট দল, জাতীয়তা, ব্লগারের নাম বা কোন ব্যঙ্গাত্মক কার্টুন সমর্থন করা যাবে না।
- ব্যানারের মধ্যে সামহোয়্যার ইন...ব্লগ বা বাঁধ ভাঙার আওয়াজ টেক্সট, ব্র্যান্ডিং এবং লোগো থাকবে না।
- ব্যানারটি হতে হবে প্রস্থ ১০২৪ পিক্সেল এবং উচ্চতা ২১৫ পিক্সেল।
- ব্যানারটিতে নির্দিষ্ট স্থানে অবশ্যই আপনার “ব্লগ নিক” যুক্ত করুন।
- ব্যানার ইমেজ জেপিজি, জেপিইজি, জিআইএফ, পিএনজি ফর্মেটের হতে পারে।
যেভাবে ব্যানার সাবমিট করবেন:
আপনার তৈরিকৃত ব্যানারে অবশ্যই আপনার ব্লগ নিকটি লিখুন। (ব্লগ নিকটি কিভাবে লিখবেন তা দেখুন উপরের ছবিতে)। আপনার মেইল একাউন্টে যেয়ে ইমেজ আপলোড করুন এবং পাঠিয়ে দিন এই ঠিকানায়: [email protected]।
ইমেজ পাঠানোর সাথে সাথে মেইলে আপনার ব্লগের নিক ও লিংক অবশ্যই যুক্ত করবেন।
বিজয়ী ব্যানারটি ব্যবহার করা হবে ব্লগের মূল পাতায় । ব্যানারে ডিজাইনার ব্লগারের নাম উল্লেখ থাকবে ।
আপনাদের অংশগ্রহণ শুরু হতে যাচ্ছে আজ ১৪ই জুলাই ২০১৪ থেকে এবং এই ব্যানার গ্রহণ অব্যাহত থাকবে ২০শে জুলাই ২০১৪ দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত ।
আমরা জানি ব্লগারদের মধ্যে বেশ প্রতিভাবান শখের বা প্রফেশনাল ডিজাইনার আছেন। ঈদ উল ফিতর ২০১৪এর ব্যানার ডিজাইনে আপনাদের অংশগ্রহণ আনন্দময় হোক।
শুভ ব্লগিং।