প্রিয় ব্লগার,
আপডেট: ব্লগারদের মতামতের ভিত্তিতে এবং ফেইসবুক সংশ্লিষ্টতার অসুবিধা বিবেচনা করে প্রতি পোস্টের শেষে ফেইসবুক লাইক এর পরিবর্তে একটি নতুন "ভালো লাগলো" বোতাম যোগ করা হয়েছে।
সামহোয়্যার ইন ব্লগ 'বাঁধ ভাঙার আওয়াজ' এর জন্মলগ্ন থেকে বিভিন্ন সময়ে এবং প্রয়োজনে এর নানান পরিবর্তন ও পরিবর্ধন ঘটেছে। শুরুতে ব্লগের প্রতিটি লেখার রেটিং এর জন্য আমরা ১ থেকে ৫ নম্বর রেখেছিলাম যা দিয়ে পাঠক তাঁর পঠিত লেখাটির মান, পছন্দ ও অপছন্দের প্রকাশ করতেন। এই পদ্ধতির কিছু নেতিবাচক দিক বিবেচনা করে আমরা পরে নিয়ে আসি মাইনাস এবং প্লাস এর প্রয়োগ।
আমাদের দীর্ঘ পর্যবেক্ষণ ও অভিজ্ঞতার আলোকে সামহোয়্যার ইন ব্লগ 'বাঁধ ভাঙার আওয়াজ' এ একটি লেখার রেটিং তথা প্লাস-মাইনাস এর পরিবর্তে আমরা নতুন করে আবারও ভাবতে শুরু করি। আজ, ২০ জানুয়ারী ২০১১, বিকেল থেকে তাতে কিছুটা পরিবর্তন এনে শুধুমাত্র 'পছন্দ' প্রকাশের একটি সুবিধা এবং লেখাটি কতবার পঠিত হয়েছে তা প্রথম পতায় দেখার একটি সুবিধা রাখা হয়েছে। এই পরিবর্তনের ইতিবাচক দিকগুলো:
১। প্লাস-মাইনাস রেটিং এর অপব্যবহার রোধ।
২। এই অবস্থায় কোন ব্লগে পাঠক কেবল মাত্র মাইনাস-প্লাস না দিয়ে মন্তব্যের মাধ্যমে মতামত এবং উৎসাহ দিয়ে সংশ্লিষ্ট ব্লগে তাঁর উপস্থিতি জানাতে পারেন।
৩। কোন পোস্টে আপনার দ্বিমতের জন্য 'মন্তব্য' এবং 'অভিযোগ' এর জন্য 'পোস্টটি আপত্তিকর' বোতামটি তো রইলোই।
আমরা বিশ্বাস করি কোন ব্লগে মাইনাস রেটিং একজন ব্লগারকে তাঁর লেখায় নিরুৎসাহিত করে।
সবাইকে শুভেচ্ছা।
শুভ ব্লগিং
সামহোয়্যার ইন ব্লগ টিম