প্রিয় ব্লগার,
মহান বিজয় দিবসের অগ্রিম শুভেচ্ছা নিন। বিজয়ের মাস ডিসেম্বর আমাদের জাতীয় জীবনে এক বিশেষ আনন্দময় সাফল্যের মাস। এই সাফল্যের সাথে জড়িয়ে রয়েছে আমাদের দেশ, সার্বভৌমত্ব, ভাষা, সংস্কৃতি ও লক্ষ প্রাণের বিনিময়ে পাওয়া স্বাধীনতা।
মাতৃভাষা বাংলার ব্যাপক প্রচার, প্রসার ও বিশ্বময় পরিচিতি দিতে বাংলা ব্লগিং এক অতুলনীয় ভূমিকা রেখে আসছে। আমাদের মাতৃভাষা বাংলা আজ আন্তর্জাতিক ব্লগিং প্রতিযোগিতায় ঠাঁই করে নিয়েছে। এই বিজয়ের মাসেই মাতৃভাষা বাংলার বিশ্বময় গৌরব প্রতিষ্ঠার লক্ষে গত বছর ১৯শে ডিসেম্বরকে বাংলা ব্লগ দিবস ঘোষণা করা হয়।
আসছে ১৯শে ডিসেম্বর বাংলা ব্লগ দিবস। আমরা অত্যন্ত আনন্দের সাথে দিনটি উদযাপনের জন্য বাংলা ব্লগ পরিমন্ডলের সাথে জড়িত সকল ব্লগার এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি।
বাংলা ব্লগ দিবস উপলক্ষে আমরা দিবসটি উদযাপণে একটি আন্ত:ব্লগীয় বাংলা ব্লগ প্রতিযোগিতার আয়োজন করেছি। সামহোয়্যার ইন ব্লগ সহ বাংলা ব্লগ পরিমন্ডলের যে কোন ব্লগারের অংশগ্রহণ এই প্রতিযোগিতাটিকে গুরুত্বপূর্ণ ও সফল করে তুলবে। এই ব্লগ প্রতিযোগিতার বিচারক হিসেবে থাকবেন আমাদের সকলের শ্রদ্ধেয় ভাষা সৈনিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রাক্তন প্রধান ড. আনিসুজ্জামান এবং আরও কয়েকজন শ্রদ্ধেয় গুণীজন। বাংলা ব্লগ দিবস ১৯শে ডিসেম্বরে এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী লেখাগুলোর মধ্য থেকে মোট ১০টি লেখা বিজয়ী ঘোষণা করা হবে।
প্রতিযোগিতায় অংশ নিতে:
১। "বিজয়, মুক্তিযুদ্ধ ও মাতৃভাষা" হবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী লেখার বিষয়।
২। প্রতিটি লেখা হতে হবে অনধিক ১০০০ শব্দের মধ্যে।
৩। ১৩ই ডিসেম্বর বিকেল ৪টা থেকে আপনার লেখা গ্রহণ শুরু হবে এবং শেষ হবে ১৬ই ডিসেম্বর সন্ধ্যা ৬টায়।
৪। আপনার লেখাটির সাথে আপনার নাম (নিক), ব্লগের লিঙ্ক এবং ইমেইল আইডি জানাতে ভুলবেন না।
৫। [email protected] এই ইমেল আইডিতে আপনার লেখা পাঠিয়ে দিন।
বিজয়ের এই মাসে বিজয়ী প্রত্যেকটি ব্লগ ধারাবাহিকভাবে সামহোয়্যার ইন ব্লগের স্টিকি পোস্ট হিসেবে প্রথম পাতায় থাকবে এবং পরবর্তীতে ই'বুকে সংযোজিত হবে। বিজয়ী দশজনের জন্য পুরস্কার হিসেবে থাকছে একসেট বই এবং তা বিজয়ীদের হাতে তুলে দেবেন বাংলা ভাষা এবং সংষ্কৃতির সাথে সম্পৃক্ত গুণীজনেরা।
আপনাদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণ আমাদের প্রচেষ্টাকে সফল করবে।
বিনীত
সামহোয়্যার ইন ব্লগ টিম
এই প্রতিযোগিতার ১০টি পুরস্কার হিসেবে ১০ সেট বই থাকবে প্রকাশনা সংস্থা 'ঐতিহ্য' এর সৌজন্যে।
আরও দশটি পুরস্কার হিসেবে ১০ সেট বই থাকবে প্রকাশনা সংস্থা 'শুদ্ধস্বর' এর সৌজন্যে
বি:দ্র: বিজয় দিবসের ব্লগ প্রতিযোগিতা নিয়ে ব্লগাদের ইতিবাচক সাড়া পাওয়া যাওয়ায় ব্লগ জমাদানের সময় সকাল ৮টা, ১৭ই ডিসেম্বর ২০১০ পর্যন্ত বর্ধিত করা হল। এই সময়ের মধ্যে ব্লগাররা তাদের লেখা মেইল করতে পারবেন।