বাংলালিংক দাবী করছে যে তারাই বাংলাদেশে প্রথম এসএমএস এর মাধ্যমে ফেইসবুক স্ট্যাটাস আপডেট করার বিষয়টি শুরু করেছে। আমরা তাদের কেবল স্মরণ করিয়ে দিতে চাই যে, এই কাজে তারা নন বরং সামহোয়্যার ইন অগ্রবর্তী ভূমিকা পালন করেছে। ২০০৯ সালের মাঝামাঝি সময় থেকেই সামহোয়্যার ইন এসএমএস এর মাধ্যমে ফেইসবুক স্ট্যাটাস আপডেট করার সুবিধা দিয়ে আসছে।
আপনারা উপরে যেমনটা দেখতে পাচ্ছেন, গত শুক্রবারের খবরের কাগজে প্রকাশিত বাংলালিংক এর বিজ্ঞাপণ কিছুটা পরিবর্তন করার স্বাধীনতাটুকু আমরা নিয়েছি।
যদিও আমরা "আওয়াজ " এর এই সেবা নিয়ে গণমাধ্যমে বিজ্ঞাপণ দিয়ে বাড়তি প্রচারণায় অংশ গ্রহণ করিনি। তবুও এই সেবা "আওয়াজ" ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয়তা অর্জনে সক্ষম হয়েছে এবং ইতিমধ্যেই প্রায় কয়েক হাজার "আওয়াজ" ব্যবহারকারী এই সার্ভিস ব্যবহার করে আসছেন । যদিও সামহোয়্যার ইন এর লক্ষ্য হচ্ছে ব্যবহারকারীদের সামহোয়্যার ইন এর নিজস্ব প্ল্যাটফর্মে বাংলা সোশ্যাল মিডিয়া সার্ভিস তুলে দেয়া, তবে ব্যবহারকারীদের সুবিধা আর পছন্দের উপর ভিত্তি করে অন্য প্ল্যাটফর্মের সেবাও যুক্ত করা হচ্ছে।
আমরা প্রত্যাশা করছি যে বাংলালিংক নিজেদের এক্ষেত্রে প্রথম দাবী করে দেয়া বিজ্ঞাপণগুলো বন্ধ করবে এবং সামহোয়্যার ইন... কে সোশ্যাল মিডিয়ার সত্যিকার পথীকৃত হিসেবে গণ্য করতে সক্ষম হবে।
sorry banglalink, you are one year late!
banglalink claims to offer sms to facebook status update for the 1st time in bangladesh. we just want to remind banglalink that they are not the pioneers, somewhere in... is!
we have offered facebook updates through sms via aawaj since mid 2009. as you see above, we have taken the liberty to modify the banglalink ad found in the newspapers last friday.
though we have not promoted this service through media ads, the service has so far been used by a few thousand aawaj members. afterall, our mission is to bring you bangla social media through our own platform, therefore support to other platforms is just something we do to give you more freedom.
we hope that banglalink will stop their ads claiming to be first and recognise somewhere in... as the real pioneer in social media. to our knowledge, grameenphone users has also been able to update their facebook status through a shortcode for a while.
arild klokkerhaug
head of opportunities
somewhere in...
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০১০ দুপুর ২:৩১