পোন দাতা: স্যার আমি গ্যেরামিন পোন হেড অফিস থেকে বলছি।
চাচা: জি বলুন
পোন দাতা: স্যার আপনি এই নম্বারে একটি ২১লক্ষ টাকা দামের গাড়ি জিতেছেন লটারিতে। আপনাকে কনগ্রাচুলেশনস !
চাচা: জি, আপনাকেও ধন্যবাদ।
চাচা: আমাকে এখন কি করতে হবে।
পোন দাতা: আপনাকে ৩৫০ টাকার ফ্লেক্সি লোড পাঠাতে হবে অমুক নম্বরে। তাইলে আমার বস আপনার সাথে কথা বলে কনফার্ম করবেন।
চাচা: ঠিক আছে। আমার রিলেটিভ তো গ্রামীনফোনে কাজ করেন আপনাদের অফিসেই বসেন, বসুন্ধরাতে।তার সাথে একটু পরামর্শ করে নিয়ে আপনাকে জানাচ্ছি।
এর পর থেকে চাচার ফোনে আর কোন ফোন আসেও না যায়ও না। চাচা তো মহা বেকায়দায়। তাইলে কি গেরামিন পোন কোমপানি চাচার ফোনের লাইন কেটে দিয়েছে। চাচা আমাকে অন্য নম্বর থেকে জানালেন তার এহেন দু:খের কথা।
চাচা: গাড়ি চাই না বাপ ফোন সামলা ! বসে অলরেডি লাইন বন্ধ পেয়ে ঝাড়ি দিসে। মামুর বুঠারা তো আমাক বিপদে ফেলে দিলো দেইখছি !
আমি ১২১ তে ফোন করে জানতে চাইলাম, এটা কি সম্ভব এই ধরনের ফ্রড যারা করছে, তারা কি ফোনের লাইন বন্ধ করে দিতে পারে ?
১২১: জি স্যার পারে। পোন কোম্পানির মামুরা জখন বুঝতে পেরেছে এই মাছ ছিপে উঠবে না, তখন সাবসক্রাইবারকে দুইটি কোড ডায়াল করায় নিছে যার মাধ্যমে তার ইনকামিং এবং আউটগোয়িং বন্ধ হোয়ে গেছে।
তাহলে চাচার মুক্তির উপায় ?
১২১: স্যার নিচের কোড দুইটি ডায়াল করুন ঠিক হয়ে যাবে।
#33*0000#
#35*0000#
চাচাকে বল্লাম এই কোড দুইটা ডায়াল করুন। হ্যা হ্যা শালার বেটারা গ্রামীনফোনে আমার পরিচিত লোক আছে শুনেই কি কি যেন ডায়াল করতে বল্ল।
তাই কোড দুইটি জেনে রাখুন যেকোন সময় কাজে লাগতে পারে।
বি: দ্র: চাচার দু:খ হলো এই ঘটনার পর থেকে ফোনদাতার নম্বর বন্ধ, জাতমত গাইল টা দিতে পারলেন না গ্যারামিন পোনের ঐ ব্যাটারে।
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৪৪