কুমড়ো ফুলের কলি।
কুমড়ো ফুল।
নব যৌবনা।
বাড়ন্ত গাছের লতা।
কত করুন মাখা।
বেড়ে চলছে ব্যথার লাহান।
মাতাল ক্লিক।
ঢেউ আসছে, ফের যাচ্ছে।
ফের আসছে তোমার মতো।
চোখে সরষে ফুল দেখা। কিংবা একটি হলুদ ফুল।
ছুটছুটি। কার পা, আমিও জানি না। হঠাত এসেছে, তুলেছি।
একটি ইট ভাটা, একটি নিকটিন ছাড়ছে। আমিও তাকিয়ে থাকি, সিগারেটের কাজটা সেরে যায়।
জামের পাতা, লাজে রাঙা বধুর মতো।
খড়। শিল্পের গড়ন।
ধানের বীজ।
মাথা তুলবার খেলা।
এক মর্মান্তিক কারণে গ্রামে এসেছি গত বুধবার। কান্নায় কান্নায় কেটে গেছে দিন গুলো। আজ বিকেলে কিছুটা কাছে পেয়েছি নিজেকে। সেই থেকেই ছবিগীরী আরকি। কষ্টুটা ভুলে থাকার অহেতুক চেষ্টা।