কৌতহলী মানুষরা জগতে কষ্টে বেশি থাকে মনে হয়। যেমন এই গত বছর থেকে এই রুবিক্স কিউব ধাঁধাঁ টা আমার মাথা নষ্ট করে রেখেছে।
প্রথম রুবিক্স হাতে নিয়ে দু'তিন দিনে এক পাশ মিলাতে পেরে নিজেকে মোটামুটি সফল ভাবতে লাগলাম। দেখছি, আর কেউ এটাও পারছে না। সবাই আমার এক পাশ মিলানো দেখে টাস্কি খায়।
ভাবতাম, পুরো ছয় পাশ মিলানো কিছুতেই সম্ভব না। কেউই পারবে না মিলাতে। পরে আবার মনে হলো, আচ্ছা, যে এটা বানালেন (অর্থ্যাৎ মিস্টার রুবিক্স) সেও কি পারতেন!!
ওমা!!! কয় দিন পর ফেজবুকে দেখি একলোক কি দ্রুত কয়েক সেকেন্ডের মধ্যে মিলিয়ে পেললো। আমি তো পুরাই হা!! মনে মনে কইলাম, এই লোক তো সুপার ন্যাচারাল। আয় হায়! কয় দিন পরে দেখি, সাদা চামড়ার একলোক চোখ বন্ধ করে তিন তিন টা রুবিক্স মিলিয়ে পেললো একটা মঞ্চে। তখন থেকেই এই রুবিক্স আমায় জ্বালাতন করে।
পড়াশুনা থুইয়া, সারাক্ষন রুবিক্স ঘুরাতে লাগলাম। রুম মেট রা খালি ভেটকি দেয়। সবাই বলে এবাবে হবে না। এটার জন্য দরকার সূত্র। সূত্র ছাড়া মিলানো যাবে না।
হঠাৎ মাথায় আসলো, YouTube এ দেখা যেতে পারে। অতঃপর YouTube এর কাছে ধন্না দিলাম। অনেক খুঁজে টুজে একটা টিউটরিয়াল দেখে শিখতে বসলাম। ১৯ মিনিটের ভিডিও ( https://youtu.be/X_sl-I158QA ) । প্রথম দিকে ভালোই বুঝতে পারছি। তিন লেয়ারের দুই লেয়ার মিলিয়ে পেললাম এক বসায়।
সমস্যা বাঁধলো শেষ লেয়ারে। কারণ প্রথম দু'টাতে দেখে দেখে মিলানো হয়। আর শেষটা হয় সূত্র দিয়ে। সমস্যা হতো না, হয়েছে কারণ, বেটা টিউটর মুখে সূত্র বলে। হাতে সূত্রের প্রয়োগ দেয় আর স্ক্রিনে সেই সূত্রটা তুলে দেয়। পুশ দিয়ে সেই সূত্র গুলো লিখে নিলাম। কিন্তু হায়! তার স্ক্রিনের তোলা সূত্র মুখের সাথে মিলছে না। মাথা পুরাই শেষ। তার সূত্রের ভুল খুঁজে বের করতেই তিন চার দিন লেগে গেলো।
তার পরেও মিলাতে পুরা মিলাতে পারছিলাম না। সূত্র প্রয়োগে কোথাও না কোথাও ভুল করে পেলছি। অবশেষে সেদিন সকালে ভিডিও টার সাথে মিল রেখে রেখে হাত চালাতেই দেখি মিলে গেলো। আমি তো ব্যাপক অভিভুত। হাত থেকে ছুড়ে মারলাম কিউব টা। মুখ থেকে বেরিয়ে আসলো 'Nothing is Impossible'।
পরে আবার মিলাতে গিয়ে দেখি পারি না। হায় রে, আবার মাথা শেষ। সারা দিন ঘুরায়ে মিলাতে পারলাম। এরপর ঘুরাতে ঘুরাতে দু সপ্তা পর আজ টাইম নামিয়ে আনলাম দুই মিনিটে। এখন যখন ভাবি, আমি দু মিনিটে মিলাতে পারি। ভালই লাগে।
বাংলাদেশি একজন দেখলাম ৯ সেকেন্ডে মিলাতে পারে। সেটা কমনে সম্ভব! হয়তো অন্য কোন সূত্র আছে, যেটা একটনে সমাধানে চলে যায়। সেটা কোন দিন হাতে পাবো কে জানে
এখন সবাই তাকিয়ে দেখে আর আমি মিলাই। সমুহ আনন্দ।