রাস্তায় আমি একা,
আদা মাতাল হয়ে যে হাটছি,
তা শুধু জানে পাশের জ্বল্ নিব্ জোনাকীরা।
"গাড়ি আসছে!" চিত্কারি একটা জোনাকী এসেছে
আমায় রাস্তার পাশে ঠেলে দিতে,
বললাম, এখন যা তো ভাই,
তুই দেখিস না আমি ট্রাফিকে ডিউটি করছি।
"এই সর! সর!
এই রিকশা তাড়াতাড়ি পার হ।
ট্রেনটাকে যায়গা দে…"
জোনাকী, তুই আবার আইলি?
যা তাহলে, ভগে যা…
দিলাম থেতলে!
ট্ৰেনটাকে থামালাম হাতে
থেতলে থাকা জোনাকীটা মুছার জন্য।
মৃত-জোনাকীটার পেটে এখনো আলো জ্বলছে।
"তুই এখনো আমায় শান্তি দিলি না"
এ কথা ভাবার আগেই কি একটা আমায় চাপা দিয়ে গেল,
আমি এখন আমার ভেতর নেই,
বসে আছি আমার লাশের পাশে,
সাথে আছে থেতলে যাওয়া জোনাকীটিও।
________________________________________________________
আমার লাশ ও জোনাকীর গল্প || জ্যোতিন আলম
[৫ জৈষ্ঠ ১৪২৩]
[19 MAY 2016]