ক্রিকেটকে অনেক অনেক ধন্যবাদ। কেননা এই ক্রিকেটের উসিলায় বাঙ্গালী চিনতে পেরেছে তার আসল শত্রু ভারতকে।
ফারাক্কা বাঁধ করে বাংলাদেশকে মরুভুমি বানিয়ে ভারতের বিরোদ্ধে যে ঘৃণা তৈরি হয়নি, সীমান্তে শত শত ফেলানিকে পাখির মত গুলি করে হত্যা করে যে সামষ্টিক ঘৃণা তৈরি হয়নি, ৫৭জন তরতাজা সেনা
অফিসারকে হত্যা করার পরও যে ঘৃনা তৈরী হয়নি, এক ক্রিকেট কোটি কোটি
বাঙালির হৃদয়কে ভারতবিদ্বেষী বানিয়ে ছেড়েছে। এখন প্রতিটি বাঙ্গালীর একটাই কামনা
বাংলাদেশ হেরে যাক অসুবিধা নেই তবু ইন্ডিয়া যেন জয় লাভ না করে।
অথচ কয়েক বছর পূর্বেও কেউ ইন্ডিয়ার বিরোদ্ধে কথা বলে তাকে পাকি প্রেমী, ছাগু ইত্যাদি ট্যাগ
দেওয়া হত।
এখনকার পরিবেশ অনেক অনেক ভিন্ন। আলহামদুলিল্লাহ!
আমরা চাই ক্রিকেটের মত
আরেকটা ইস্যু তৈরী হোক যে ইস্যুকে কেন্দ্র করে ঘৃনা তৈরী হবে বাংলাদেশে বসবাসরত ইন্ডিয়ার দালালদের বিরোদ্ধে। ঘৃনা তৈরী হবে
ইন্ডিয়ার অপসংস্কৃতির
বিরোদ্ধে, স্টার জলসা ও জি-বাংলার মত চ্যনেলগুলোর বিরোদ্ধে।
সেই পতিক্ষায় আছি। আশা করি সে দিন বেশী দূরে নয়।