ভীষণ মন খারাপ নিয়ে অর্নকের অভিযোগ, মানুষ কত স্বার্থপর হতে পারে আপনার কোনো ধারনা আছে? আজ ৩৪৪ দিন হয়ে গেল অদিতি আমাকে একটা ফোন দেয়ার প্রয়োজন বোধ করলো না! অথচ আমি কি না করেছি ওর জন্য। ওর সবথেকে খারাপ সময়ে ধৈর্য্য ধরে পাশে থেকেছি। প্রতিদিন বোঝাতাম। একই বিষয় নিয়ে প্রতিদিন ওকে বোঝাতাম!
- অর্নক বিষয়টা স্বার্থপারতা নয়, হবে স্বার্থ সচেতনতা। তুই বিনিময়ে কিছু পাবি বলে করেছিস তো তাই কষ্ট পাচ্ছিস। এটা মানুষের মনের অন্ধকার দিকের পরিচয়। প্রত্যেক দু’জন মানুষের নিজস্ব একটা পৃথিবী থাকে। সেখানে থাকে অনেক অনেক গল্প কথা। থাকে বর্তমানের চাওয়া-পাওয়া। আর অনাগত দিনের রঙ্গীন স্বপ্ন। শুদ্ধ-আশুদ্ধ মুহুর্ত। অপেক্ষা থাকে, উপেক্ষা থাকে। দেখা না-দেখা বিকেল থাকে। রাখা আবদার, না-রাখতে পারার অনুতাপ। সেই সব আবেগের অনুবাদ জানে কেবল তারাই।
আচ্ছা একটা ঘটনা বলি শোন, তোর ভাইয়াকে চমকে দেবো বলে বলিনি, চশমা নিয়েছি। যথারীতি সে এসে অবাক হলো, তুমি চশমা নিয়েছো? আমিও ভাব ধরলাম দূরে দেখতে সমস্যা হচ্ছে। তারপর অভ্যাস না থাকলে যা হয়, পাঁচ মিনিটের মাথায় চশমা হাতে তারপর ঘাসের উপর ফেলে চলে এলাম। পরে সেই-ই সেই চশমা খুঁজে দিয়েছি্লো। দ্বিতীয় বার রেস্টুরেন্টের টেবিলে রেখে চলে আসছিলাম। ওয়েটার ডেকে ফেরালো, ম্যাডাম আপনারা বোধহয় কিছু ফেলে যাচ্ছেন। তৃ্তীয় বার দেখা, আমি চশমা খুলে হাতে নিতেই তোর ভাইয়া সেটা চেয়ে নিলো। নিয়ে বুক পকেটে রেখে দিলো। বললো, আর হারানো যাবে না। পরো না যখন তখন সাথে আনো কেন? আমি বলেছিলাম তুমি কাছে থাকলে আমার দূরে দেখার দরকার কি।
আমাদের বিচ্ছেদের পর আমি নিয়মিত চশমা হারাতাম। তোর ভাইয়ার প্রতি আস্থা ছিলো, আমার প্রেমের অভ্যাস। নিয়মিত চশমা হারানোর ঝামেলা থেকে মুক্তি পেতে এখন ল্যাসিক করিয়েছি। তার মানে কি আমি তাকে ভুলে গেছি? না। অভ্যাস থেকে মানুষ এত দ্রুত বের হতে পারে না। ভুলে যেতে একটা জীবন লাগে। মনে করতে হয় না, বরং অকারনেই মনে পড়ে যায়। "কেউ কেউ থেকে যায়, বুকে নিয়ে ব্যাকুল আগুন"।
আমাকে প্রথম শাড়ী পরা দেখে তোর ভাইয়া বললো, শাড়ী পরলে তোমাকে অন্য রকম লাগে। বিয়ের পর শাড়ী মাস্ট। সালোয়ার কামিজ পর চলবে না। আমিও বলে ফেললাম, তাহলে তো জানালায় ডাবল পর্দা মাস্ট! আমার হাতে এই যে কাচের চুড়ি গুলো দেখছিস সেগুলো আমার হাতেই ছিলো, যেদিন তোর ভাইয়ার সাথে আমার শেষ বার দেখা হয়। রেখে দিয়েছি। মাঝে মধ্যে বের করে হাতে পরি। আজ অনেক দিন বাদে পরলাম। স্মৃতিকে জয় করা, ত্যাগ করে এগিয়ে যাওয়া নিদারুন কঠিন, কষ্টকর একটা কাজ।
মনে রাখা কিংবা ভুলে যাওয়া মানুষের খুব সহজাত একটা বিষয়। যার জন্য আজ আক্ষেপ করছিস। একদিন ঠিক-ই সেগুলোকে উপেক্ষা করতে শিখে যাবি। কেউ যদি ভুলে গিয়ে ভালো থাকে তাহলে আক্ষেপ করতে নেই। স্মৃতি নিয়ে বেঁচে থাকা যে কতটা কষ্টের তা যদি তুই জানতিস!
সম্পর্ক শেষ করা-ই বরং সহজ..................
সম্পর্কদের বাঁচিয়ে রাখতে হয়,
সম্পর্ক গুলো বেঁচে থাক !!
পুনশ্চঃ শুভ কামনা প্রত্যেক দু’জন মানুষের জন্য। সুখ-দুঃখ একসাথে নিয়ে পাশাপাশি ভালো থাকুক।
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:৪৯