: তুমি বিয়ে করলে যৌতুক নিবে?
: উমম, না। তবে যদি খুশি হয়ে দেয়, তাহলে কিছু বলবো না।
: আচ্ছা। যদি তোমার শ্বশুর তোমার স্ত্রীর নামে একটা অটো রিকশা কিনে দেয় বা তুমি মোহরানা স্বরূপ কিনে দাও, ফলে প্রতি মাসে ভাড়া খাটিয়ে তার হাতে ১০ হাজার টাকা জমা হয় তাহলে কেমন হবে?
: ওই স্ত্রী কি আর আমার সাথে থাকবে। দুদিন পর অন্যের হাত ধরে চলে যাবে।
: তাহলে তোমার টাকা ছাড়া এমন কোন গুণ আছে যার কারণে সে তোমার সাথে থাকবে?
:
: কি হলো, চুপ কেন? কিছু বলো।
: না মানে, কী বলেন এসব?
: শোনো, আল্লাহ স্বামী স্ত্রীর সম্পর্ককে তুলনা করেছেন পরস্পরের পোশাকের সাথে এবং বাই ডিফল্ট স্বামীকে দিয়েছেন প্রশাসনিক ও অর্থনৈতিক দায়িত্ব কিন্তু বিচারিক দায়িত্ব দিয়েছেন উভয়ের অভিভাবককে। তোমার সংসারে যদি স্ত্রীর লেজিটিমেসি না থাকে আর তার স্বাধীনতায় হস্তক্ষেপ করে স্বৈরশাসন কায়েম করো তাহলে বিদেশী প্রভু নামক পুরুষতান্ত্রিক অভিভাবকরা হয়তো তোমার পক্ষেই থাকবে, পাড়াগ্রামের মেইনস্ট্রিম মিডিয়া হয়তো তোমার সাফাই গাইবে কিন্তু তোমার স্ত্রীর সোশ্যাল একাউন্টগুলোতে দেখবে তোমার বদনামে ভরা। একসময় দূর থেকে কোনো এক জাযীরা হয়তো ওসব দশগ্রামে প্রকাশ করে দেবে। তখন তোমার স্ত্রীর অর্থনৈতিক বা সামাজিক ক্ষমতা কোনোভাবে চলে আসলে তোমাকে ছেড়ে যাবে না তো কোথায় যাবে? বুঝেছো?
: নন... জি হুজুর।
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩৩