কাপড় ও যৌনতাঃ দৃষ্টিভঙ্গির ভিন্নতা
এক.
‘বয়ইস ডি ভিনসিনেস’ প্যারিসে অবস্থিত বিশ্বের প্রথম নগ্ন পার্ক।
গত বছর অক্টবরে পার্ক উদ্বোধন শেষে প্যারিসের ডেপুটি মেয়র ও সিটির পার্কগুলোর ইন চার্জ পেনিলোপ কোমিটিস জানান, যে কেউ চাইলে এই পার্কে প্রবেশ করতে পারবেন, তবে শর্ত একটাই কাউকে জ্বালাতন করা যাবে না, কারো যৌনাঙ্গের দিকে তাকিয়ে থাকা যাবে না। সেটা আমরা শক্তভাবে দমন করবো।
অপরদিকে প্যারিস নেচারিস্ট অ্যাসোসিয়েশনের জুলিয়ান ক্লড বলেন, ‘এটি সত্যিকারের আনন্দের বিষয়, এটি প্রকৃতির জন্য আরো একটি স্বাধীনতা।’ আর নগ্নতাবাদীরা বলে এটা আমাদের বড় জয়। কারণ তারা এমন একটা জায়গার জন্য অনেক আন্দোলন করেছিলো। তারা মনে করে 'কাপড় পরা এক রকম প্রকৃতি বিরুদ্ধ কাজ। এটা একদিন উঠে যাবে।'
দুই.
বিশ্ব নারী দিবসে আমি এক নারী রেডিও জকিকে বলতে শুনি।
"আমি একদিন পথ ধরে হাঁটছিলাম, এক দোকানদার আমার বুকের দিকে অনেক্ষণ ধরে তাকিয়ে ছিলো। আমি তার সামনে গিয়ে চেহারাটা দেখিয়ে বললাম এই যে আমার চেহারাটা দেখা যায় না? এটার দিকে তাকাবেন, কোন আপত্তি নেই। অন্য দিকে তাকালে না, চোখগুলো উপড়ে দিবো। লোকটাকে ভীষণ শাসালাম। যাইহোক আসল কথা হলো আমাদের ভিতর চেইঞ্জ আনতে হবে। এমন লম্পটদের উচিত শিক্ষা দিতে হবে।...."
তিন.
সাক্ষাতকারে এক অভিনেত্রী বলেন "অভিনয় শেখার নাম করে যখন আমাকে কিস করতো, আরোও বিভিন্ন বডি ল্যাঙ্গুয়েজ শেখাতে গিয়ে যা করতো তাতে তো আমি আপত্তি করিনি। আমার প্রথম ছবির অভিনয়ে যোগ দেয়ার আগে যখন বিছানায় ডেকেছিলো তাতেও কিছু বলিনি। কিন্তু এখন যখন দেখছি আমাকে ভিডিও দেখিয়ে ব্লাক মেইল করা হচ্ছে তখন তো চুপ থাকা যায় না...."
চার. শুটিং স্পটে সৌজন্য সাক্ষাতের সময় এক অভিনেতাকে জিজ্ঞেস করেছিলাম আপনার স্ত্রী অভিনয় করে না কেন? জবাবে বললেন, আমি চাই না আমার স্ত্রী অন্যের সাথে শুটিং করুক।
অপরদিকে এক রেডিও জকিকে আক্ষেপ করে বলতে শুনেছি "আমার অনেক খারাপ লাগে যখন শুনি একজন নাট্য অভিনেত্রীর বিয়ে হচ্ছে না অভিনয় করেন বলে। আমরা এখনও কোন বাংলাদেশে বসবাস করি?..."
পাঁচ.
স্ত্রীকে এক ছেলের সাথে বুক মেলাতে দেখে স্বামী জিজ্ঞেস করলো ওয়, ছেলটাকে জড়িয়ে ধরলা কেন? স্ত্রী বললো কি বলো এসব আমি জড়িয়ে ধরেছি? আমি তো হাগ করলাম...।
ছয়.
জাপান কি জার্মানিতে (ঠিক মনে আসছে না) দুইজন মেয়ে শার্টের বোতাম খুলে নগ্নবুকে রাস্তায় সাইকেল চালানোর অপরাধে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। এর প্রতিবাদে শত শত নারী নগ্ন বুকে মিছিল করে। তাদের দাবী তারা দু'জন গরম লাগার কারণে শার্টের বোতাম খুলেছিলো। তাদের দ্রুত মুক্তি দিতে হবে।
আর কিছু না লিখে এবার আসল কথা বলি।
উপরের ছয়টি লেখা পড়ে এটা বোঝা যায় যে পর্দা ও যৌনতা একেকজনের কাছে একেক রকম।
কেউ মনে করে কাপড় পরার প্রয়োজন নেই।
কেউবা মনে করে মেয়েরা প্রয়োজনে শুধু বুক খুলতে পারে।
কেউ মনে করে টাইট প্যান্ট ও টাইট জামা পরতে অসুবিধা নেই।
কেউ মনে করে শুধু জামা-পাজামা পরলেই হলো।
মুসলিমদের মধ্যেও দেখা যায় বিভিন্ন রকম পর্দার ও কাপড় নিয়ে স্টাইল।
কেউ মনে করে পরস্পর সম্মতিতে শারিরিক সম্পর্ক দোষের নয় তবে কনডম ব্যবহার করা চাই।
কেউ লিভ টুগেদার করে।
কেউ বিয়ের আগে কিসিং ডেটিং ইত্যাদি স্বাভাবিক মনে করে।
কেউ বা ফ্রেন্ডের সাথে নাচ, পার্টি, মাস্তি, আড্ডা স্বাভাবিক মনে করে।
এটা যার যার ব্যাপার তা নিয়ে আমি কিছু বলছি না।
আমি শুধু বলবো আমি মুসলিম।
মুসলিম শব্দটি ইসলাম থেকে এসেছে। ইসলাম অর্থ আত্মসমর্পণ করা।
এই আত্মসমর্পণ মানে নিজের দৃষ্টিভঙ্গি, ইচ্ছা, ভালোলাগা সব বাদ দিয়ে আল্লাহর ইচ্ছা ও বিধানকে মেনে নেয়া।
প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, পর্দার কথা হুজুরদের কথা না, আল্লাহর কথা। বিভিন্ন দিবসের বেহায়াপনা হুজুররা হিংসা করে তুলে ধরেন না, আল্লাহর বিধান হিসেবে তুলে ধরেন। আসুন না আত্মসমর্পণ করি। পরিপূর্ণ আত্মসমর্পণ করি। আল্লাহ বলেন "তোমরা পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করো" (সূরা বাকারা-২০৮)
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১৮ বিকাল ৩:৪২