প্রশান্তির পরশ দিলে কি এমন ক্ষতি ছিল,
অভুক্ত শরীর কেঁপে কেঁপে উঠে,
বহুবার করেছি বায়না একটু চোখ বুজবো বলে,
হন্যে হয়ে ঘুরে ঘুরে ক্লান্ত কায়।
সকালের শুভ্র বদনে দুপুর শেষে নীলাভ ছায়ার খেলা,
পরিপাটি চুলে তখন পাখির বাসার ছাপ,
উস্কোখুস্কো সে ছাপ পরিপাটি করে দিলে কি ক্ষতি ছিল?
বারবার ছুটে আসি, তবু ভাবো আমি দুরে থাকি,
দুরে থেকেও যে কাছে থাকার আপ্রাণ চেষ্টা আমার,
সেটা বুঝলে আর যাইহোক,
এখন অবধি বণ্য হয়ে পথের ধারে পড়ে থাকতে হতো না,
বুকের বাম পাশে বড় চিনেচিনে ব্যথা,
শুনতে পাও?
সে আওয়াজ পৌছে তুমি পর্যন্ত?
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০১৬ বিকাল ৫:২৫