১) আহা আজি বর্ষনমুখর দিনে,
কি আছে তোমারও মনে সবই দাও
প্রকাশি।
অন্তর্যামী একটু দেয় যদি
স্মিত হাসি তোমার প্রতি।
দুহাত ভরিয়া চাহো করি আকুতি।
মনের যত যাতনা সব যেন যায় বৃষ্টি
জলে ভাসি।
২) জীবনছবির খানিক জুড়ে এঁকেছিলেম ভূল।
আজও হৃদয় মরুপ্রবণ ফুটেনি কোন ফুল।
৩) তোমাতে করি যাপিত জীবন।
তোমাতে করি বাস!
এক জীবনের প্রাপ্তি জুড়ে
তুমিই দীর্ঘশ্বাস।
৪) ধ্রুব
কোমল বাহুযুগল একদা মসৃণতা হারাবে,
তবু এ মনন সান্নিধ্য চাইবে,
মৃত্যু চাইবে তোমার আঁখি পথে।
৫) ধ্রুব,
এত বড় মন নিয়ে কি করে বাচবে?
আকাশসম হৃদয় নিয়ে?
সমুদ্রকে হয়তো আড়াল করা যায়,
আকাশের তারকাকে ছেড়ে কিভাবে রবে?
৬) নদী আপন পথে ছুটে চলে
তুমি কেন হয়গো বাধ।
দূকূল উপচায় ভাসিয়ে গেলে,
তোমার যে হায় সব বরবাদ।
৭) হঠাৎ করে সবটুকু উচ্ছাস নীংড়ে
একবিন্দু হাসি!
পরক্ষনেই বিষাদের কালো ছায়া।
কিংকর্তব্যবিমূঢ় প্রশান্তি,
একটুখানি আড়াল ভাঙ্গার ঢেউ
নাকি কেবলই ভ্রান্তি।
৮) নিত্য যাহার মৃত্যু সখা,
ব্যথাতে কি যায় আসে?
এক নিমিষে বাকরুদ্ধ হয়
ক্ষনিক পরেই হাসে।
৯) আমি ইচ্ছে হলেই প্রলাপ বকি,
অনিচ্ছায় কাটাই নির্ঘুম।
মাঝপথে দাড়ি টেনে ভবঘুরে হই,
নামাই অযাচিত বিষন্নতার ধুম।
১০) এর চেয়ে বেশী পুড়তে নেই সখা।
এর চেয়ে বেশী পুড়া যায় না
.................. চলবে
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৩৮