তোমাদের
প্রেম বদলে গিয়ে যৌনতা।
সুখ বদলে গিয়ে অসুখ
ঘৃনায় পরিবর্তিত তোমাদের ভালবাসা।
অবাধ শয্যাসঙ্গী তোমাদের স্বপ্ন।
সঙ্গীর নিতম্ব তোমাদের আকাঙ্খা।
অথচ কবিতার প্রান্তর জুড়ে ছিল সবুজ শ্যামলীমা।
আকাশ জুড়ে ছিল শুভ্র মেঘদল আর নীলিমা।
নদীর ছুটে চলায় ছিল দূরন্তপনা।
সব,
সব
বদলে গিয়ে
প্রেমিকার নগ্ন বাহু যুগল,
বেসিয়ারের হুক,উর্বর বক্ষ, উন্মাদ রাত্রির অনৈতিক সুখ তোমাদের কবিতার ভাষা।
আমি পূর্ন চাঁদের প্রেমিক
রাত নামলেই দূঃখবিলাস করি।
আমি সবুজ অরন্যের পরিব্রাজক
হাটতে গিয়ে ভায়োলিন সুর তুলি।
আমি বয়ে চলা নদীর অনিন্দ্য সুর
অন্ধকারে মশাল হয়ে জ্বলি।
তোমাদের এই যে অন্ধকার যাত্রার গল্প।
সব,
সব
আমি আমার ময়লার ভাগাড়ে রাখি।
আমি শুভ্রতার প্রেমিক,
তোমাদের আঁধারের সাথে আমার আজন্ম দ্বন্ধ।
তাই শুভ্রতা ছুড়ে বেঁচে থাকি, বেঁচে আছি।
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১৮ রাত ১০:৩৩