শূণ্যতার মিছিল আমি দেখোছি!
দেখেছি কত আলো আঁধারীর বিষাদ।
কত সুউচ্চ স্বপ্নের নীড়ে ক্ষণে ক্ষণে
অন্ধকার দিয়ে যায় বিষন্নতার স্বাদ।
কত নিঃসঙ্গতা ভর করে এই শহরে?
কত বাজে ভায়োলিন লোকচক্ষুর
অলক্ষে?
কত নির্জনতা ছুয়ে যায় তনুমনে?
আমি দেখেছি তা,প্রতি চলন আর প্রতি
প্রাণে প্রাণে।
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৭