সভ্যতার কালো ছায়ার ছড়িয়ে দেয়া বিষাক্ত নিঃশ্বাস।
অতপর আত্ম হাহাকারের শাব্দিক তেজস্বিয়তায় দূষিত বাতাস।
দপ করে নিভে যাওয়া দ্বীপ্ত প্রদীপ,
নিকষ কালিমা লেপ্টে বিবর্ন করে সভ্যতার চাদর।
গাঢ়তর হয় অন্ধকার
তীব্রতর হয় আত্ম হাহাকার।
শ্রীহীন হয় গৌধূলীর নির্জন সহবাস।
যুগান্তরের তটরেখায় খানিকটা বিবর্তন
অতপর সে অন্তহীন দগ্ধ করাল গ্রাস।
এ অভিমান নয়।
এ স্মৃতি পোড়া ছাই নয়।
নয় কোনো ব্যর্থ প্রেমের ইতিহাস।
এ নিত্যদিন তরতর করে বেড়ে ওঠা সভ্যতার বিষাক্ত নিঃশ্বাস।
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০০