তুমিতে কিসে যেন অসাড় করে দেয় আমায়।
নব ভোরে পাদপ্রদীপের দীপ্তি শিখা হয়ে উলম্ফ হওয়ার কথা যেথায়।
কঠিনতর বাধার প্রাচীরও নিতান্ত ভঙ্গুর যে মন্ত্রনায়।
কিংবা যে সরলতায় আছড়ে পড়া ঢেউয়ের সাথে আমৃত্যু সংগ্রামও বরন করা যায় অবলীলায়।
অথচ আমি পারছিনা তোমায় হারিয়ে যেতে।
উত্তাল তরঙ্গের বিপরীতে নাউ বাইতে।
আমার অক্ষমতার প্রতিটি বিন্দুতে বিন্দুতে তোমার সূক্ষ্ম অনিচ্ছা।
আমার অসামর্থ্যের প্রতিটি ছেড়া পাতায় তোমার একবিন্দু শংকা।
আমার প্রতিটি অপূর্ণতায় তোমার অতৃপ্ত অবহেলা!
হয়তো তাই প্রতিনিয়ত যে আমি তুমিতে বিহ্বল হতে চেয়েছি,
সে বৃত্তের পরিধিতে আজ কেন্দ্রবিন্দু জলজ্যান্ত আড়ষ্টতা।
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০১৫ রাত ১২:১৫