বাজি ধরলাম এরকম ইউনিক গল্পের এবং মনকে দারুণ বিষন্ন করে দেয়া রোমান্টিক মুভি দেখেননি আগে কেউ।
মুভি দেখা শেষে মনটাকে এরকম ভয়ানক বিষন্ন করে দিয়ে যায় এরকম মুভি খুব কমই আছে। Failan সেরকমই একটি মুভি। মুভিটি দেখার সময় কখনো Failan এর জন্য আপনাদের খুব খারাপ লাগবে। আবার কখনো Kang-jae চরিত্রটির একাতীত্ব এবং নতুন করে খুজে পাওয়া সেই ভালোবাসার কষ্ট আপনার হৃদয়কে নাড়া দিয়ে যাবেই।
অনেক করুণ বাস্তবতার মাঝেই হয়তো আপনাকে দাড় করিয়ে দিবে এই মুভি। যার আসল কথা আমাদের চারপাশে ছড়িয়ে আছে ভালোবাসা। নিজেদের আমরা যতই তুচ্ছ মনে করি না কেন কেউ না আছেই যে আমাদের মন দিয়ে ভালোবেসে যায়। আমরাই হয়তো সেটা বুঝতে চাই না বা মূল্য দিতে চাই না। হয়তো কখনো কখনো নিজের ভুল বুঝতে পারি। কিন্তু অনেক সময় অনেক দেরী হয়ে যায়।
কাহিনী সংক্ষেপ:
Failan একজন নি:সঙ্গ মেয়ের গল্প। খুব সহজ সরল এবং সাধারণ একটি মেয়ে। বাবা-মার মৃত্যুর পর সে দক্ষিণ কোরিয়ায় আসে বাকি স্বজনদের খোজে। কিন্তু তাদের সেখানে আর পায় না। এখন কোরিয়াতে থাকার জন্য সে টাকার বিনিময়ে একজন লোকের সাথে মিথ্যে বিয়ে করে। নানা ঘটনার পর তার আশ্রয় হয় দূর গ্রামের একটি লন্ড্রি হাউজে। কিন্তু মন থেকে সে সেই লোকটিকেই তার স্বামী বলে মেনে নেয়। তার কাছে চিঠি লিখে নিয়মিত। একবার দেখাও করতে যায়। কিন্তু লোকটি আসে না। স্বামীর জন্য এই আকুলতা পুরোটা মুভি জুড়েই দেখা গেছে। মন খারাপ করে দেয় তখন এই সহজ সরল মেয়েটির আচরণ।
Kang-jae একজন সন্ত্রাসী। তার আরেকটি পরিচয় বলা যায় সেই Failan নামের মেয়েটিকে টাকার জন্য বিয়ে করেছিলো কিছু সময়ের জন্য। তারপর সে মেয়েটির কথা ভুলেই যায়। কারণ সে এরকম অনেক করেছে। কয়জনকেই সে মনে রাখবে?? মেয়েটির কোন খবরই নেয় না সে আর। নিজের মতো চালিয়ে যেতে থাকে নিজের জীবন। কিন্তু একদিন সে মেয়েটির খবর পায়। এমনই অবস্থা যে মেয়েটির সাথে তার দেখা করতে যেতেই হবে। একদম ইচ্ছে থাকা না সত্ত্বেও রওনা দেয় সে।
এরপর সেই যাত্রার প্রতি মুহূর্তে মেয়েটির সম্পর্কে জানতে পারে সে। একদিন আগেও যে মেয়েটির নাম শুনে চিনতে পারে নি সেই এখন মেয়েটিকে নিয়ে নতুন করে ভাবতে থাকে। নিজেকে সে এতদিন খুব নি:সঙ্গ মনে করতো। সে জানতো তাকে ভালোবাসতে পারে এরকম কেউ পৃথিবীতে নেই। কিন্তু নিজের ভুল ভুলতে পারছে সে। বুঝতে পারছে মেয়েটি তার মতো একজন নগন্য সন্ত্রাসীকে কতটা ভালোবাসতো!! কিন্তু কেন?? তার মতো একজন মানুষের প্রতি ভালোবাসা কেন??
কিন্তু বড়ই অদ্ভূত সময়ে এই ভালোবাসার উপলদ্ধি!! অদ্ভূত এক সময়ের কিছু আগে আবার কিছু পড়ে। ভুলগুলো কি এখন সংশোধন করা যাবে??
##বিশেষ এবং দারুণ মন খারাপ করার মতো পুরোটা মুভি। তবে একটা দৃশ্যে এসে আমি একদম স্তব্ধ হয়ে বসেছিলাম অনেকক্ষণ। এত খারাপ লাগছিলো যে বলার মতো না।
নায়িকার দেয়া একটি চিঠি সাগরের পাড়ে বসে পড়তে থাকে নায়ক। নিজের ভুলও বুঝতে পারে সে। সেই চিঠিটি পড়তে পড়তে আর নিজেকে আটকে রাখতে পারে না। চিৎকার করে কাদতে থাকে সে। এই দৃশ্যটি সারাজীবন মনে রাখার মতো। একজন মানুষের মনে যে কি পরিমাণ কষ্ট থাকলে এভাবে কাদা যায় সেটা না দেখলে বিশ্বাস করা সম্ভব না।##
এই মুভিটি সবার অবশ্যই দেখা উচিত। দূদার্ন্ত ও ইউনিক গল্পের সাথে পরিচালক Song Hae-seong এর অসাধারণ পরিচালনা এবং নায়ক চরিত্রে Choi Min-sik (বিখ্যাত Old-boy এর নায়ক ও I saw the devil এর ভিলেন) এর অসাধারণ অভিনয় এবং নায়িকা চরিত্রে Cecilia Cheung এর নিষ্প্রাপ অভিনয়।
কথা দিলাম....সহজেই ভুলতে পারবেন না এই মুভির কথা। অনেকদিন মনে থাকবে আপনার। অনেকদিন।
মুভিটির stagevu ডাউনলোড লিংক:
Failan Stagevu Download link