The Classic
অসাধারণ সুন্দর একটি মুভি। দেখতে বসলে মনে হতে থাকবে যেন স্বপ্ন দেখছি!!! কিছু কিছু দৃশ্য এত সুন্দর করে দেখানো হয়েছে যে মাঝে মাঝে ঘোরে চলে যেতে হয়। একদম পিওর রোমান্টিক-ড্রামা মুভি। একজন মেয়ে ও একজন ছেলের ভালোবাসার মুভি। একদম সহজ মুভিটি শুরুতে কিছুটা কঠিন মনে হতে পারে। কিন্তু মনোযোগ দিয়ে দেখতে থাকুন। মনোযোগ হারিয়ে ফেললে কিন্তু মুভি শেষে বুঝবেন এক জিনিস কিন্তু পরে দেখবেন দেখানো হয়েছে আরেক জিনিস। অসাধারণ লাগবে মুভিটি। মন খারাপ করে দিবেই।
stagevu link
A Millionaire's First Love
আরেকটি ভালো রোমান্টিক মুভি। খুব বড়লোকের একজন বখে যাওয়া ছেলে। মৃত বাবার দেয়া কিছু শর্তের কারণে তাকে গ্রামে এসে কয়েকদিন থাকতে হয়। সেখানেই তার সাথে একটি মেয়ের পরিচয় হয়। তারপর ছেলেটি জীবন সম্পর্কে বুঝতে পারে। জীবনে অর্থের মূল্য যে ভালোবাসার কাছে খুব কম তা সে বুঝতে থাকে। মেয়েটির খুব খারাপ সময়ে তখন সে নিজের সব অর্থকে বিসর্জন দিয়ে মেয়েটির পাশে এসে দাড়াঁয়। মন খারাপ করবে।
Mediafire link: part 1 part 2 part 3
Daisy
২/৩বার দেখে ফেলেছেন মনে হয় অনেকে !!! একেবারে কমন মুভি। যারা দেখেন নি তারা তাড়াতাড়ি দেখে ফেলুন। একজন গ্যাংস্টারের প্রেমের গল্পের মুভি। অসাধারণ কিছু দৃশ্য আছে মুভিটিতে। খুব ভালো লেগেছিলো মুভিটা। শেষে এসে মন খারাপ হবে না এমন মানুষ মনে হয় খুব কমই পাওয়া যাবে। নায়কটার অভিনয় এবং হাসির একদম ফ্যান হয়ে গেছি। এটাসহ নীচের Sad Movie and A Moment to Remember একই নায়কের।
stagevu link: part 1 part 2
Sad Movie
এই মুভিটা দেখতে মনটা একটু শক্ত করে রাখতে হবে। কারণ পোষ্টের সব মুভিগুলোই একটি কাহিনী নিয়ে নির্মিত। কিন্তু এই মুভিটিতে একইসাথে ৪টি কাহিনী দেখানো হয়েছে। ৪টি গল্পকে সুখ-দু:খ এবং ভালোবাসা-কষ্টকে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে এই মুভিতে। খুব মন খারাপ করিয়ে দেয়। বিশেষ করে বৃষ্টির মাঝে একলা দাড়িয়ে ছোট্ট সেই শিশুটির কান্নার দৃশ্যটি দেখলে যেকোন মানুষের মন খারাপ হতে বাধ্য। অসাধারণ লেগেছিলো।
Mediafire link: part 1 part 2 part 3 part 4
A Moment to Remember
৪/৫বার দেখা হয়ে গেছে মনে হয় সবার। আরেকটি অনেক কমন মুভি। কিন্তু অসাধারণ। ভালোবাসার যেকোন মুভির মাঝে সবসময় সেরার মাঝে থাকবে এই মুভিটি। বদমেজাজী এক স্হপতির সাথে একটি মেয়ের পরিচয় হয়। তাদের বিয়েও হয়ে যায়। অনেক স্বপ্নের মাঝে তাদের পথচলা শুরু। কিন্তু কয়েকদিন পরেই এক ভয়ানক সত্য এসে হাজির হয় সবার মাঝে। ভালোবাসার কাউকে যে মানুষ শেষ পর্যন্তও ভালোবেসে যায় সেটিই খুব সুন্দর করে দেখানো হয়েছে। রোমান্টিক মুভির ট্রেডমার্ক এই মুভি। খুব মন খারাপ করে দেয়া।
Mediafire Password: doridro.com
part 1 part 2 part 3 part 4
Windstruck
কিছু বলার নাই। এইরকম অসাধারণ মানের রোমান্টিক মুভি খুব কমই হয়। কোরিয়ানরা রোমান্টিক মুভিগুলোকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছে। মুভির নায়িকা একজন পুলিশ অফিসার এবং নায়ক একজন বোকাসোকা শিক্ষক। ঘটনাক্রমে দুজনের সাথে পরিচয় হয়। তাদের জীবনের সাথে আরো জড়িয়ে যায় ভয়ংকর গ্যাংস্টাররা। তারপরই নানা ঘটনা। অসাধারণ কিছু দৃশ্যের সাথে অসাধারণ একটি মুভি। ব্যাপক মন খারাপ ব্যাপার স্যাপার আছে। অসাম একটা মুভি।
stagevu link
Lovers Concerto
হঠাৎ প্রথম দেখাতেই মেয়েটিকে ভালো লেগে যায় ছেলেটির। আস্তে আস্তে মেয়েটি ও তার ঘনিষ্ঠ বান্ধবীর খুব ভালো বন্ধু হয়ে যায় সে। কিন্তু কিছু ভুলের কারণে সবাই আলাদা হয়ে যায়। ছেলেটি কয়েক বছর পর আবার তাদের খুজতে আসে। কিন্তু এসময় কিছু অপ্রিয় সত্য কাছে এসে ধরা দেয়। আমার কাছে খুব ভালো লেগেছে মুভিটি। বেশ মন খারাপ করার উপাদান আছে।
stagevu link
Failan
এইটা একটা মুভি!! এরকম ইউনিক আইডিয়া কোরিয়ানদের মাঝে কিভাবে আসে অবাকই লাগে মাঝে মাঝে। পুরোদস্তর রোমান্টিক মুভি। কিন্তু বাজি ধরে বলতে পারি এরকম মুভি আগে দেখেননি। একটি খুব সাধারণ মেয়ে এবং একজন গ্যাংস্টারের ভালোবাসা নিয়ে এই মুভি। কিন্তু তাদের সেই প্রেম খুব অদ্ভূত এক সময়ের আগে-পরে। চিঠি পড়তে পড়তে সমুদ্রের তীরে দাড়িয়ে নায়কের কান্নার একটি দৃশ্য হৃদয়কে নাড়িয়ে যায়। বিশাল মন খারাপ ও হতাশায় মন ভরে দেয়ার মুভি।
stagevu link
Christmas in August
একদম পিওর রোমান্টিক/ড্রামা মুভি। নায়িকা একজন ট্রাফিক অফিসার এবং নায়ক একজন ফটোগ্রাফার। তাদের একে অপরের সাথে প্রথম পরিচয় অত:পর ভালোলাগা। কিন্তু খুব কষ্টের একটি মুখোমুখি হতে হয় সবাইকে। মুভিটা দেখে নায়কটিকে খুব আপন মনে হয়েছিলাম। মধ্যবিত্ত পরিবারের একদম সহজসরল হাসিখুশি একটি ছেলের চরিত্রে নায়কটিকে একদম খুব ভাল লেগেছে। তার এই হাসিখুশি চেহারা দেখে কেন জানি খুব খারাপ লাগে। বেশ মন খারাপ করে দেয়া মুভি। হাসিখুশি ছেলেটা আসলেই মন খারাপ করে দেয়।
Direct Download
এটার স্টাজেভু লিংকটাও রাখেন। এখন ডেড। কিন্তু ঠিক হয়ে যেতে পারে কয়েকদিন পর। এটার প্রিন্ট একটু বেশী ভালো।
stagevu link
More than Blue
অসাধারণ এবং মাস্ট সি মুভি। বস আরেকটি পিওর রোমান্টিক মুভি। ছেলে ও মেয়েটি একে অপরের খুব ভালো বন্ধু। কিন্তু ছেলেটির হাতে বেশী সময় নেই। সে ক্যান্সার রোগে আক্রান্ত। তাই সে মেয়েটির কাছে নিজের রোগের কথা ও নিজের ভালোবাসার কথা গোপন রাখে। মেয়েটিকে সে কখনো কষ্ট দিতে চায়না। তাই সে সেই মেয়েটির জন্য একসাথে মিলে খুব ভালো একজন মানুষ খুজতে থাকে। খুজেও পায়। ছেলেটি সবার সামনে খুব খুশি হবার ভান করে যায় সবসময়। কিন্তু মনে তীব্র কষ্ট বয়ে বেড়াচ্ছে। তারপর আসে মেয়েটির বিয়ের দিন। এত মন খারাপ হয়েছিলো বলার মতো না মুভিটি দেখে। অসম্ভব মন খারাপ করে দেয়া মারাত্মক একটি মুভি।
আগের সব লিংক থেকে ফাইল রিমুভড
প্রশ্ন আসতে পারে সবগুলো কোরিয়ান কেন ?? আমার কাছে মনে হলো একদম পিওর রোমান্টিক-ড্রামা মুভি বানানোর জায়গায় হলিওডরা কোরিয়ানদের ধারেকাছেও নেই। একেবারেই ইউনিক কাহিনীসহ হৃদয় ছুয়ে যাওয়া অসাধারণ মুভি বানায় এরা।
সাবটাইটেল লাগলে একটু সার্চ দিলেই পেয়ে যাবেন