মুভিটি দেখতে বসলে পুরোটো সময় ধরে মন খারাপ হয়ে থাকবে। আর শেষের দৃশ্যে এসে রক্ত-মাংসের মানুষ হলে আপনার চোখ দিয়ে পানি বের হবেই। আমার জীবনে দেখা সেরা মুভিগুলোর একটি।
মুভিটির নাম "The Way Home". South Korea এর এই মুভিটি মুক্তি পেয়েছিলো ২০০২ সালে। মুক্তি পেয়েই তুমুল আলোড়ন ও প্রশংসিত হয়েছিলো মুভিটি। যারা দেখেছেন তাদের সবার মন জয় করেছিলো।
গল্পটি ১০/১২বছরের সিওলে থাকা Sang-wooকে নিয়ে। যার মা কিছু সমস্যার জন্য সিওল থেকে ছেলেটিকে ২মাসের জন্য তার ৭৫বছর বয়সী খুব গরীব মায়ের কাছে রেখে আসে। বৃদ্ধ এই মহিলাটি যে কোন কথা না বলেই কি যে অভিনয় করেছেন!!!! একদম বুকের ভিতর গিয়ে লাগে। বৃদ্ধ নানীর সাথে কিছুতেই Sang-woo নিজেকে মানিয়ে নিতে পারে না। কিন্তু নানী চেষ্টা করে যায় নাতিকে খুশি রাখতে। Sang-woo কে দোষ দেয়া যায় না। এই বয়সে সে আর কি বুঝবে। কিন্তু সারাদিন বাজারে কাজ করে বৃদ্ধ নানী যখন প্রচন্ড বৃষ্টিতে ভিজে নাতির জন্য মুরগি নিয়ে এসে রান্না করে দেয় কিন্তু Sang-woo এসব ফালতু রান্না খাবে না বলে খাবার ছুড়ে ফেলে দেয় আমার মন আর মেজাজটা এত খারাপ হয়ে গিয়েছিলো......বলার মতো না। কিন্তু পরদিন সকালে যখন দেখি নানীর জ্বর দেখে নাতি নানীর সেবায় লেগে যায় তখন আবার মনটা আপনাতেই ভালো হয়ে যায়। পুরো মুভিটিতেই এরকম মন খারাপ করে দেবার মতো দৃশ্য।
মুভিটি দেখতে বসে পুরোটা সময় ধরেই মনটা খারাপ হয়েছিলো। কিন্তু শেষে এসে আর পারলাম না। চোখ দিয়ে পানি বের করে দিলো। মুভিটি দেখে বারবার এইসব বৃদ্ধ মানুষদের কথাই মনে হচ্ছিলো। যাদের দেখার আর কেউ নেই। নি:সঙ্গ জীবনযাপন করে যাচ্ছে আর মৃত্যুর অপেক্ষা করছে।
Stagevu Download link.....
পার্ট ১ পার্ট ২