RHTDM অথবা Rang De Basanti এর R.Madhban কে তো সবাই চিনেন। কি মনে করে জানি এই মুভিটা ডাউনলোডে দিয়েছিলাম। মুভিটা দেখে আজব হয়ে গেলাম। কারণ এরকম হরর মুভি হবে বলে ধারণাই ছিলো না। যেমন Thriller, Suspense তেমনি বেশ ভালো রকমের ভয়ের উপাদান ছিলো মুভিতে। হরর ফ্যানরা এই মুভিটি দেখে সেরকম মজা পাবেন। আমি ভালো ভয় পেয়েছিলাম। একই নায়কের তামিল মুভির রিমেক এটি।
Shutter
এটি থাই মুভি। ২দিন আগে মাত্র নামিয়েছিলাম। ব্লগার পুশকিন ভাইয়ের কথায় কালকেই দেখতে বসলাম। ভালোই ভয় পেয়েছিলাম রাতে। বিশেষ করে নায়কের ঘাড়......থাক আর বললাম না। দেখে জেনে নিয়েন। মাস্ট সি।
NOROI
(আমি নামিয়েছি কিন্তু এখনো দেখিনি। এটি মুভিটি দেখা আমার এক বন্ধুর প্রতিক্রিয়া)
কোরিয়ার আরেকটি হরর মাস্টারপিস। এসপার-উসপার ভয় দিয়েছিলো এটি। সেরকম ভয় পেয়েছিলাম রাতে মুভিটি দেখে। আরে দোস্ত রাতে ঘুমাতে যাবো লাইট বন্ধ করার সাহসও পাচ্ছিলাম না। হরর ফ্যানদের জন্য মাস্ট সি মুভি।
[REC]
ব্লগার ফেলুডার চারমিনার ভাই এই মুভি নিয়ে একটি পোষ্ট দিয়েছিলেন। আরেকটি ভয়ের কারখানার মুভি। কিছু দৃশ্য আছে আমার পক্ষে সহ্য করা মুশকিল হয়ে যাচ্ছিলো। মাস্ট সি।
শর্তসমূহ:
১. অবশ্যই রাত ১২টার পর একা একা দেখতে হবে।
২. কানে অবশ্যই Headphone লাগিয়ে দেখতে হবে।
আমার মন দূর্বল। তাই রাতে হরর মুভি দেখলে আমি সহজেই ভয় পেয়ে যাই। অনেকের কাছে মুভিগুলো তেমন আহামরি না মনে হতে পারে। মনে হলে সেজন্য দু:খিত।
উৎসর্গ: স্বয়ং আমাকে। গত ১মাস আগে গ্রামের বাড়িতে রাত ২টায় শশ্মানে ঘুরে এসে যে গাধা রাতে বাথরুমে যেতেও ভয় পেয়েছিলো। ভীতুর ডিম....আরো সাহসী হও।
ডাউনলোড লিংক:
13B: Fear Has a New Address (মিডিয়াফায়ার)
পার্ট ১ পার্ট ২ পার্ট ৩ পার্ট ৪ পার্ট ৫ পার্ট ৬ পার্ট ৭ পার্ট ৮
Shutter
টরেন্ট লিংক
NOROI
stagevu লিংক
[REC]
টরেন্ট লিংক