Cameron Diaz and Jason Segel দুজনই আমার খুব ফেভারিট তারকা। হালকা ধাচের কমেডি মুভি ছিলো এটি। এসব মুভি থেকে বেশী কিছু আশা করা ভুল। টাইমপাস হিসেবে যদি দেখতে বসেন তাহলে খারাপ লাগবে না।
Bridesmaids
নিজের সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবীর বিয়ে হবে। এই বিয়ে নিয়ে অনেকদিনের স্বপ্ন তার। কিন্তু বিয়ের আগেই দেখতে পায় তার প্রিয় সেই বান্ধবীর জীবনে আরেকটি নতুন বন্ধু হাজির হয়েছে। মুভিটিকে টাইমপাস হিসেবেই দেখা শুরু করেছিলাম। কিন্তু কিছুক্ষণ বাদে দেখলাম মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। ফালতু। IMDB তে কেমনে এটা রেটিং এ 7 পাইলো ??
Cars 2
Cars এর ২য় পর্ব এটি। আগেরটিতো সেরকম ভালো লেগেছিলো। খুব মজা পেয়েছিলাম প্রথম পর্বটি দেখে। ২য়টির ট্রেলার দেখেও আশায় ছিলাম আরেকটি অসাধারণ মুভি আসছে। খারাপ বলবো না কিন্তু প্রথমটির ধারেকাছেও নেই।
The Hangover 2
এর প্রথম পর্বটি আমার কাছে ক্লাসিক মুভি হিসেবেই স্হান পেয়েছে। ২য়টির ভালো প্রিন্টের জন্য অনেকদিন অপেক্ষা করতে হয়েছিলো। আগের পর্ব থাকে লাস ভেগাসে আর ২য় পর্বে সবাই রওনা দেয় ব্যাংককে। খুব এনজয় করেই দেখেছি মুভিটি। কিন্তু আমার কাছে প্রথম পর্ব থেকে এটি ১ পয়েন্ট কম পাবে।
Pirates Of The Caribbean : On Stranger Tides
আবারো হাজির আমাদের সবার প্রিয় ক্যাপ্টেন জ্যাক স্প্যারো। এবার বাদ পড়েছে আগের তিন পর্বের প্রধান ২টি চরিত্র কিন্তু যোগ হয়েছে পেনোলেপ ক্রুজ। মন ভরিয়ে দিয়েছে মুভিটি। কিন্তু এবারের মিশনটি শুধু (মুভিটি নয়) কেন জানি তেমন জাকজমক পূর্ণ মনে হলো না। কিন্তু মুভিটি হয়েছে সেরকম।
Drive Angry
নিকোলাস কেজ আবারো হাজির মনকাড়া অ্যাকশন মুভি নিয়ে। নরক থেকে গাড়ি নিয়ে পালিয়ে আসে নিজের মেয়ের হত্যার প্রতিশোধ নিতে এবং নাতনীকে উদ্ধার করতে। টাইমপাস অ্যাকশন মুভি হিসেবে খারাপ লাগবে না। কিন্তু শুধু নিকোলাস কেজকে বলছি ‘বস বয়স তো কম হলো না....এখন আরেকটু দেখেশুনে মুভি বাছাই করুন না।’
X Men : First Class
সেরকম একটি মুভি। যাকে বলে পুরো সময়ের সৎ ব্যবহার। অভিনয়, গল্প, মেকিং, অ্যাকশন কোনদিক দিয়ে বাদ দিতে পারবো না একে। আমার কাছে বছরের সেরা মুভির মাঝে একটি। Professor X কে চিনতেন না সবাই ?? এবার দেখবো তার শুরুর কাহিনী। চরম চরম লেগেছে।
Thor
বিখ্যাত কমিক চরিত্র Thor কে এই মুভি। বিশাল বাজেট ও তারকা সমৃদ্ধ এই মুভি। এইখানেও Thor এর শুরু থেকে দেখানো হয়েছে। তেমন ভালো অথবা খারাপ বলবো না। কিন্তু বলতে পারি আরো ভালো কিছু হতে পারতো। কিন্তু নায়কটির ফ্যান হয়ে গেছি। ওরে হ্যান্ডসাম রে.......
Paul
বিনোদনে ভরা মুভি। অনেক মজা পেয়েছি কমেডি ধাঁচের এই মুভিটি দেখে। মনে হয় বছরে এই টাইপের মুভি ২/১টা রিলিজ পেলে খারাপ না। ভিনগ্রহের এক এলিয়েনকে নিজের আশ্রয়ে ফিরিয়ে দেবার জন্য ২ বন্ধুর অভিযানের মুভি এটি। কমেডিপ্রেমীদের ভালো লাগতে পারে।
The Green Hornet
দুইজন যুবক মিলে শহরের খারাপ মানুষদের সাথে লড়াই করার জন্য একটি টিম করে। প্রধান অস্ত্র বলতে একটি গাড়ি যা আবার নানা কারিগরী দেখাতে ওস্তাদ। নানা বাধার মুখেও তারা পাগলামীর মাঝে নিজেদের লড়াই করে যেতে থাকে। আহামরি কিছু না। দেখতে পারেন।
Cowboys and Aliens
Daniel Craig, Harrison Ford and আমার নতুন প্রিয়া Olivia Wilde আর কিছু কি বলতে হবে ?? হ্যা মনে হয় একটু বলতে হবে। কাহিনী ও অ্যাকশনে কোন নতুনত্ব নেই। এরকম মুভি আরো অনেক দেখেছি। অনেক আশা নিয়ে দেখতে বসে কিছুটা হতাশই হয়েছি মুভিটি দেখে। তাই বলে এত খারাপও না। ভালোই টাইমপাস হবে।
Transformers : Dark Of The Moon
২য় পর্বটি দেখে মেজাজ এত খঅরাপ হয়েছিলো যে বলার মতো না। তাই ৩য়টি আসার আগে ভয়ে ভয়ে ছিলাম। ২য় পর্বের ভুলগুলো থেকে কি শিক্ষা নিতে পারবে ?? দেখে ফেললাম। একদম হতাশ হলাম না দেখে। অনেক জাকজমক নিয়ে হাজির হবে ৩য় পর্ব। আমার কাছে সেরকম লেগেছে এটি। অনেক এনজয় করে দেখেছি। কিন্তু Megan Fox কে বাদ দিয়ে এই পর্বে নতুন এক মেয়েকে নেওয়া হয়। নতুনজন খারাপ কিন্তু Megan Fox যে!!!! আফসোসসসস....
No Strings Attached
Aston Kutcher and আমার আরেক প্রিয়া Natali Portman এর রোমান্টিক কমেডি মুভি এটি। দুজন বন্ধু। একে অপরকে মনে মনে পছন্দ করলেও মুখে নিজেদের বন্ধু বলেই রায় দেয়। কিন্তু আলাদা হলেই একে অপরকে মিস করে। ভালো টাইমপাস মুভি....রোমান্টিক কমেডি মুভি প্রেমীদের জন্য।
Friends With Benefits
পুরাই রোমান্টিক কমেডি মুভি। কাহিনী No Strings Attached এর সাথে বেশ খানিকটা মিল আছে। টাইমপাস মুভি....রোমান্টিক কমেডি মুভি প্রেমীদের জন্য।
I am Number Four
সাইফাই ও টিন মুভি। তেমন আশা ছিলো না। কিন্তু অবাক হয়ে দেখলাম দেখে বেশ মজাই লাগছে। নিজের গ্রহের রক্ষাকর্তা এক তরুণের পৃথিবীতে শত্রুদের সাথে লড়াই করার সংগ্রাম নিয়ে মুভি। দারুন এনজয়বল। ভালো লেগেছে।
Mr. Popper's Penguins
জিম ক্যারির মুভি নিয়ে বেশী কিছু বলার নেই। যুক্তিতে না গিয়ে যদি নির্মল আনন্দে যদি কিছু সময় পার করতে চান তাহলে এই মুভিটি দেখে ফেলুন। মজার সময়ই কাটবে। আমার ভালো লেগেছে।
The Change Up
পুরা কমেডি মুভি। দুজন খুব ঘনিষ্ঠ বন্ধু। কিন্তু আচার-ব্যবহার, মন-মানসিকতায় দুজন দুগ্রহের বাসিন্দা। কিন্তু এক সকালে উঠে দেখে দুজনের শরীর-চেহারা একে অপরের সাথে পরিবর্তন হয়ে গেছে। দুজনে দুটি নতুন জীবন শুরু করে। ভালো টাইমপাস মুভি।
আমার পারসোনাল রেটিং........
Bad Teacher - 5.5/10
Bridesmaids - 4/10
Cars 2 - 5.5/10
The Hangover 2 - 7/10
Pirates Of The Caribbean : On Stranger Tides - 7/10
Drive Angry - 6/10
X Men : First Class - 7.5/10
Thor - 6.5/10
Paul - 7/10
The Green Hornet - 5.5/10
Cowboys and Aliens - 6.5/10
Transformers : Dark Of The Moon - 7/10
No Strings Attached - 6/10
Friends With Benefits - 5/10
I am Number Four - 6/10
Mr. Popper's Penguins - 6/10
The Change Up - 6/10
১ম পর্ব:
" ২০১১ সালে রিলিজপ্রাপ্ত ও দেখা ১৭টি মুভি ও তাদের মিনি রিভিউ "