কাহিনী সংক্ষেপ : Frank Goode একজন রিটায়ার্ড নি:সঙ্গ মানুষ। কিছুদিন আগে তার wife মারা গেছে। Frank এর ৪জন ছেলেমেয়ে। সবাই নানা শহরে ছড়িয়ে-ছিটিয়ে আছে। বছরে ছুটির দিনগুলোতেই কেবল সন্তানদের মুখ দেখতে পায় Frank। কিন্তু সবসময় তার মন সন্তানদের জন্য ব্যাকুল হয়ে থাকে। মুভির প্রথমেই দেখবো হলিডেতে Frank এর সব ছেলেমেয়ের বেড়াতে আসার কথা। Frank অনেক খুশি মনে সব আয়োজন একলা করতে থাকে। নতুন গ্রীল মেশিন কিনে, দামী wine কিনে, বাসা সুন্দর করে সাজায়। কিন্তু শেষ সময়ে এসে সবাই একে একে আসতে পারবে না বলে জানিয়ে দেয়। মনটা খুব খারাপই হয়ে যায় Frank এর। কিন্তু পরে আমার ঠিক করে সন্তানরা আসতে পারবে না তো কি হয়েছে ? সে সবার বাসাতেই যাবে, সবাইকে একটা সারপ্রাইজ দিবে এবং ক্রিসমাসের জন্য সবাইকে কার্ড দিয়ে আসবে। Frank আবার plane এ চড়তে অনেক ভয় পায়। তাই ট্রেনে-বাসে করেই সে রওনা দেয়। প্রথমেই যায় ছেলে David এর বাসায়। কিন্তু তাকে বাসায় পায় না। সারারাত বাসার বাইরে বসে অপেক্ষা করে তার জন্য। শেষে কার্ডটি তার দরজার নিচে দিয়ে রওনা দেয় মেয়ে Amy এর বাসায়। সেখানে গিয়ে অনেকদিন পর মেয়ে ও নাতিকে দেখে অনেক ভাল লাগে Frank এর। কিন্তু একদিন না যেতেই ব্যস্ততার নানা অজুহাত দেখিয়ে পরেরদিনই Frank কে চলে যেতে বলে Amy। কি আর করা ? সেখান থেকে রওনা দেয় আরেক ছেলে Robert এর কাছে। কিন্তু Robert ও যে অনেক ব্যস্ত। ব্যস্ততার নানা কথা বলেও সেও বাবাকে চলে যেতে বলে অন্য মেয়ে Rosie কাছে। Rosie তার বাবাকে খুব ভালোভাবেই গ্রহন করে। কিন্তু মেয়ের কিছু সমস্যার কথা জেনে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় Frank। ভ্রমনে অনেক ক্লান্ত থাকার কারণে plane চড়েই ফিরে যাবার কথা ভাবে Frank। কিন্তু plane এর মাঝেই হার্ট এটার্ক হয় Frank এর। মুভির এই পর্যন্ত এসে Frank এর ছেলেমেয়ের উপর আমার এমন রাগ হয়েছিলো তা বলার মতো না। যেই বাবা তোমাদের এত ভালবাসেন.....কিছু সময়ের জন্য তোমাদের কাছে পেলেই যিনি এত খুশি থাকেন তাকে কেন এভাবে দূরে ঠেলে দিচ্ছো তোমরা ? কিন্তু হাসপাতালেই সব সত্য জানা যায়। এক ভয়াবহ সত্য বাবার কাছ থেকে লুকানোর জন্যই সবাই এমন আচরণ করছে। সবাই বাবাকে খুব ভালোবাসে। কেউ চায়না কোন কারণে বাবা কষ্ট পাক। কিন্তু সেই সত্যটি বলার সাহস যে কারো নেই। সবাই জানে এই সত্য বাবা কখনোই মেনে নিতে পারবে না। কি ছিলো সেই সত্য ? এটা আমি বলবো না। এটা মুভিটি দেখেই জেনে নিয়েন।
মুভিটির শেষের কিছু অংশ আমার কাছে খুব ভালো লেগেছে। ক্রিসমাসের সময় সবাই বাবার সাথে থাকতে এসেছে। শেষ দৃশ্যই ছিলো রাতে সবাই এক টেবিলে বসে অনেক আনন্দের মাঝেই ডিনার করছে।
মুভিটির একটি কথা বলতেই হবে। সন্তানদের কাছে যাওয়ার সময় ট্রেন-বাস এ ভ্রমনের সময়, হোটেলে থাকা, একলা একলা খাওয়া এই জায়গাগুলোতে Robert De Niro এর অভিনয় আসলেই অসাধারণ লেগেছে।
অনেকে হয়তো মুভিটি দেখে আমার এই প্রশংসাকে বাড়াবাড়ি বলে নিতে পারেন। আসলে বাবাকে নিয়ে মুভিগুলো আমাকে সবসময় নাড়া দিয়ে যায়। তাই আমার কাছে এই মুভিগুলোর জন্য থাকে বাড়তি প্রশংসা।