আমি কয়েকদিন ধরে এই ড্রমা মুভিগুলো দেখে শেষ করলাম। আমার কাছে মুভিগুলো অসম্ভব ভালো লেগেছে। তাই আপনাদের সাথে মুভিগুলো শেয়ার করলাম। দেখুন কেমন লাগে............
১. “ চ্যাঞ্জেলিং ”
অ্যান্জেলিনা জোলি অভিনীত এই মুভিটি আমাকে আসলেই মুগ্ধ করেছে। চিত্রনাট্য, পরিচালনা, অভিনয় সব দিক দিয়ে মুভিটি অতুলনীয়। অপহরণ হয়ে যাওয়া এক ছেলের মা এর কষ্ট, ছেলেকে উদ্ধারে তার নানা চেষ্টা নিয়ে এর কাহিনী। এই মুভিটি কিন্তু একটি সম্পূর্ণ সত্য ঘটনা নিয়ে নির্র্মিত।
২. “ ম্যাচ পয়েন্ট ”
এই মুভিটিও বেশ লেগেছে। এর গল্প কিছুটা রোমান্টিক, আবার কিছুটা সাসপেন্স-থ্রিলার। পরকীয়া প্রেম, নানা ঘাত-প্রতিঘাত এবং এর নির্মম পরিণতি নিয়ে এর কাহিনী।
৩. “ ডগ ডে আফটারনুন ”
আল পাচিনো অভিনীত একটি ক্লাসিক মুভি। এই মুভির পুরোটাই সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। এমনকি এই মুভিটিতে আসল ঘটনার অনেক লোকেশন ব্যবহৃত হয়েছে। আমেরিকার একটি অতি বিখ্যাত ব্যাংক ডাকাতি নিয়ে মুভিটির কাহিনী।
৪. “ আই এম স্যাম ”
শন প্যান এবং মিচেল প্ল্যাফার অভিনীত হৃদয় ছোঁয়ে যাওয়া একটি অসাধারণ মুভি। মানসিক ভারসাম্যহীন এক পিতা ও তার মেয়ের ভালোবাসা এবং মেয়েকে ফিরে পেতে সেই বাবার নানা চেষ্টা নিয়ে অসাধারণ একটি মুভি।
৫. “ গন ব্যাবি গন ”
এটি একটি সাসপেন্স-থ্রিলারধর্মী ক্রাইম মুভি। এক হারিয়ে যাওয়া শিশু এবং তাকে উদ্ধার করার জন্য ২জন ডিটেকটিভ এর চেষ্টার নানা ঘটনা নিয়ে এর কাহিনী। শুরু থেকে শেষ পযর্ন্ত এই মুভিটিতে রয়েছে নানা চমক, যা সবার ভালো লাগবে।
ভালো থাকবেন। আপনার কোন মতামত থাকলে জানাবেন।