মাসুম ভাইয়ের স্টিকি হওয়া পোষ্টটি পড়লাম।
শামীমা'র রিপোর্ট নিয়ে একটি বই রয়েছে।বইমেলাতে পাওয়া যায়, শ্রাবন প্রকাশনীর স্টলে। বইয়ের নাম ' বাংলাদেশে যুদ্ধাপরাধ: কয়েকটি অনুসন্ধানী প্রতিবেদন'। এই বইয়ে বেশ কিছু গুরুত্বপূর্ন রিপোর্ট রয়েছে।
আর একটি তথ্য। জহির রায়হান যে তদন্ত করছিলেন, তার প্রায় সার্বক্ষনিক সহযোগী ছিলেন চলচ্চিত্রকার আমজাদ হোসেন। যতদুর মনে পড়ে ১৯৮৯ সালে 'খেলাঘর" এর এক সাহিত্য বাসরে তিনি প্রথম মুখ খুলে ছিলেন। তিনি সেদিন বলেছিলেন, জহির রায়হান নিখোঁজ নন। তাঁকে স্বাধীন দেশে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
পরবর্তীতে যখন, জুলফিকার আলি মাণিক ভোরের কাগজে অনুসন্ধানী রিপোর্ট করেন, তখন আবারো প্রমানিত হয় তাঁকে হত্যা করা হয়েছিলো। তবে আমজাদ হোসেন এখনো জীবিত আছেন।
৮৯ সালে আমি সংবাদে 'খেলাঘর 'পাতায় ছোট একটা লেখা তৈরী করেছিলাম, তাঁর সংগে কথোপকথনের মাধ্যমে ।
চেস্টা করবো সেই লেখাটি পোষ্ট করার।