(সখি)
ও মাঝি ভাই একটু থামাও উঠি তোমার নায়,
তোমার সনে বাইতে বাইতে যাবোরে ঐ গায়।
কথা হবে তোমার সনে নাওতে ওরে বসে।
মোর প্রানে বাজবে বীনা তোমার কথার রসে।।
(মাঝি)
আশায় আশায় ছিলাম আমি সখিগো তোমারও আশায়,
আইসা পরছো বন্ধু তুমি আমার ভালোবাসায়।
বৈঠা আমি ধরি যখন নিঠুর এই উজানে।
তোমার কথা পরে মনে আমারও প্রানে।।
(সখি)
জলদি কইরা উঠাও মোরে বাজান চইলা আইবো,
তোমার সনে কেমন কইরা প্রেমের কথা কইবো?
ও মাঝি ভাই হাতটা আমার ধরো তুমি শক্ত কইরা ওরে।
নাওতে উইঠা তোমার সনে গল্প করবো প্রানও ভরে।।
(মাঝি)
ওরে সখি আমার হাতে তোমার হাতটা জলদি কইরা দাও,
আমার মাথার গামছায় বইসা পরো,ছাড়বো এখন নাও।
সখিরে তুমি বীনে নিঃস আমি অধম এই মাঝি।
বিয়া করুম তোমায় আমি তোমার বাজান যদি থাকে রাজি।।
১১/১০/২০১৭
সাভার,ঢাকা।
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৮