গরিব ব্যক্তি আর গরিব রাষ্ট্র এ দুটো হল অন্যান্য জাতির কাছে হাজার টন ওজনের বোজা সমপরিমান,আর সে জন্য গরিব ব্যাক্তিদের মারার
মত লোক থাকে গরির রাষ্ট্রকে নৈরজ্যের রাষ্ট্রে করতে শক্তি যোগানের লোক আছে কিন্তু বাঁচানোর কোনো লোক নাই।সাধারন ভাষায় বলা চলে গরিবকে কেউই ভালোবাসেনা ।
দরিদ্রতা হল হতগ্রস্ত পাপ
শত চেষ্টায়ও সেখান থেকে পালিয়ে কেহ পায়না মাপ।
গরিব হল জাতির অভিশাপ
গরিবের নাই সুখ শান্তির মা আর বাপ ।
আমার মনে হয় বিশ্বের প্রতিটা গরিব দেশের চিত্রই আমাদের বাংলাদেশের মত। যেখানে যেভাবে পাও শুধু লুটেপুটে খাও। যার শক্তি যত বেশি সে তত মারো ধরো আর যর শক্তি কম সে নিজেকে নুইয়ে দেও অপরকে ভেবে যম অপরাধকে ভেবে নেও প্রহসন। করো নিজের
সব কিছুকে অন্যায়ের কিছে বিসর্জন।
আজ জাতিসঙ্গের বিবেকও বিকলিঙ্গ অন্ধ হয়েগেছে তাদের চোখে কানে আর মুখে মরিচা ধরে গেছে । তাই তারাও কিছু দেখেনা এবং শুনেনা।
হায়রে শক্তি হায়রে বকতি
কবে দূর হবে তোর কুমতি
কবে হবে তোর বুদ্ধি আর সুমতি
নাকি তুই বাজিয়ে চলবি গরিবে চামড়ায় তোর দুঘদুঘি ।
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৯