প্রথম প্রথম যেভাবে মুসাকে নিয়ে বিভিন্ন তথ্য ও মিডিয়া উতালপাতাল শুরু করেছিল
তাতে ভেবেছিলাম রক্ষে নাই মুসার ।মাঝে এসে মুসার বিষয়টি কেমন জানি ঝিমুনী
মেরে ঘুমিয়ে গিছিল,আর তখন ধরে নিয়েছিলাম,আর বুঝি মুসার কিছু হবেনা।
কিন্তু না আমার সে ভাবনাকে গুড়িয়ে দিয়ে দেখছি মুসা বিন শমসেরের বিষয়টি
আবার আজ কদিন ধরে উঠে আসছে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বিভিন্ন তথ্যও উঠে আসছে।
মুসা বিন শমসেরকে জিজ্ঞাসাবাদ করেছেন শুল্ক গোয়েন্দারা ।
আর এ জালিয়াতির মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে প্রায় ৫ কোটি টাকা মূল্যের রেঞ্জ রোভার গাড়ি ব্যবহার করার অভিযোগও উঠে এসেছে মুসা বিন শমসেরের নামে ।
শুল্ক ফাঁকির ঘটনায় সরাসরি মুসা বিন শমসেরকে প্রধান আসামি এবং মানি লন্ডারিংয়ে সহযোগী হিসেবে আসামি করে মোট দুটি মামলা করবেন শুল্ক গোয়েন্দারা। গতকাল মুসা বিন শমসেরের জবানবন্দি শেষে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন শুল্ক গোয়েন্দা এবং তদন্ত অধিদফতরের মহাপরিচালক ডিজি ডঃ মইনুল খান। তিনি সাংবাদিকদের আরো বলেছেন আমরা ২১শে মার্চ গুলশানে মুসা বিন শমসেরের বাড়ি থেকে একটি রেঞ্জ রোভার উদ্ধার করেছি । আর সেই গাড়ির তদন্ত সূত্রে ২০শে এপ্রিল মুসা বিন শমসেরকে তদন্ত কমিটির সামনে হাজির হতে সমন দিয়েছিলাম। তিনি অসুস্থতার কারণে সেদিন উপস্থিত হতে পারেননি। পরবর্তীতে সময় দিয়ে আজকে হাজির হওয়ার জন্য নোটিস দিয়েছি।
অর্থাত শেষ পযন্ত রক্ষা হচ্ছে না মুসা বিন শমসের নামে মামলা হবে ।
সূত্র: ইন্টারনেট।
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১৭ রাত ১২:৪৯