এক ব্যাক্তি চুড়ির ব্যাবসা করত। তার স্ত্রী ছিলো অত্যন্ত রুপসী।
একদিন লোকটি দুপুরে খেতে এসে দেখে তার স্ত্রী কাঁদছে। সে জিজ্ঞেস করলো- "তুমি কাঁদছো কেন?
স্ত্রীঃআমরা যে এতীম ছেলেটিকে সতের বছর যাবৎ লালন পালন করেছি, আজ সে বাজার করে এনে আমার হাতে দেওয়ার সময় আমার হাত ধরে চাপ দিয়েছে, ঐ অবস্হায় তার নিয়তের ত্রুটি বুঝতে পারলাম, যার কারণে আমি প্রচন্ড ব্যাথিত হয়েছি । আমি তার মা সমতুল্য, কি করে সে আমাকে নিয়ে এমন কামনা বাসনা করলো? এই দুঃখেই আমি কাঁদছি ।
একথা শুনে স্বামীও কাঁদতে লাগলো।
স্ত্রী ঘাবড়ে গিয়ে বললো, তুমি আবার কাঁদছো কেন?
স্বামীঃ এটাতো তার দোষ নয়,আমার দোষ ও দুর্বলতা।
স্ত্রীঃ কিভাবে?
স্বামীঃশুনো,আজ আমার নিকট বেশ কজন মহিলা চুড়ি ক্রয় করতে এসেছিলো। একজন মহিলা চুড়ি হাতে পরতে পারছিলো না, তাই আমাকে বললো চুড়িটা পড়িয়ে দিন! যখন আমি তার হাতে চুড়িটা পরিয়ে দিতে থাকি, তার হাতের কোমলতা আমার অনেক ভালো লাগে, ফলে চুড়ি পরাতে গিয়ে তার হাতকে আমি কামভাবের সাথে স্পর্শ করি । তারই কুফল হিসেবে আমার স্ত্রীর হাত অন্য কেউ খারাপ নিয়তে ধরেছে ।
তাই বন্ধুরা, এসো কারো সম্মানহানী করার আগে একবার ভেবে নেই। কারণ আমাদের প্রিয়নবী সাঃ বলেছেনঃ -"যদি তোমরা অন্যের স্ত্রীর সাথে পরহেজগারী অবলম্বন কর, তাহলে আল্লাহপাকও তোমাদের স্ত্রীদের সাথেও পরহেজগারী অবলম্বন করবেন।
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৪