কবিতা, তুমি কেন আজ এত বিবর্ণ?
তোমায় যে আমি ছুঁতে পারছিনে।
কবিতা, তুমি কেন আজ এত মলিন?
তোমায় যে আজ কন্ঠে বসাতে পারছিনে।
কবিতা, তুমি আজ কোন নারীর লোভে ঘুরে বেড়াচ্ছ?
কারো কি অধরের উষ্ণতার প্রহর পোহাচ্ছ?
সে কি আসবে?
নাকি মরীচিকা হয়ে,
কোন এক বিবর্ণ বিকেল কিংবা বৃষ্টিস্নাত সন্ধ্যায়,
কোন জলাধারে ভাসবে।
কবিতা, তুমি কি কোন এক কাশ ফুল দোলা
শরতের অপেক্ষায় আছো?
আমি যে তোমাকেই চাই,
তুমি চাইলে আমায় নিয়ে বাঁচো ।।
কবিতা, তুমি ফিরো রমনীর হেঁটে যাওয়া ঘাসের উপর,
কুয়াশার আঁচড়ের পথ ধরে।
খোঁপায় গোঁজা বকুলের সুভাসে কিংবা নীল শাড়ির আঁচলের ভাজে,
কবিতা, তুমি ফিরো আরব্য রজনীর রাজকন্যা হয়ে,
কিংবা বখে যাওয়া কোন কিশোরী।
ফিরতে পারো রাতের আকাশে ছড়ানে বেলীর সুভাসে,
তোমায় পেয়ে শান্ত হোক আমার কাব্যের স্বপ্নপূরী ।।
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:০১