দুপুরের খাবার খেয়েই,
যখন ক্লান্তি বেয়ে পড়ে।
ছাতাটা হাতে নিয়েই ছুটি,
প্রখর রোদ্দুরে আমার রাজপথে ঘাম পড়ে ঝরে।
লোকাল বাসটা এসছে কাছে,
উঠে পড়ি ঝুলে।
মামা হাফ ভাড়াটা রাখো প্লিজ,
আইডি কার্ডটা রেখে এসেছি ভুলে।
জ্যামে আছি বসে,
সময় যে পেরিয়ে গেল।
স্টুডেন্টটা দিচ্ছে বারেবার ফোন,
টিউশনটা বুঝি আজ গেল।
বাস থেকে নেমেই দিয়েছি দৌড়,
চেপেই কলিং বেল।
দিয়েছে আন্টি ঝারি,
ছেলে নাকি তার দুই বিষয়েই ফেইল।
আজ আমার কি হবে,
টিউশনটা যে গেল।
আবার রোজ দেখি,
নতুন টুলেট কোথায় এল।
-------------------------------------
© নিত্যন চক্রবর্তী।
০৪-১০-২০১৯ ইং।
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:১৯