স্বাধীনতা তোমায় স্বপ্নে দেখেছিলাম ৭১ এ,
হায়নার শক্ত কাল বুটের তলায় পিস্ট হতে।
স্বাধীনতা তোমায় দেখেছিলাম,
লাখো শহীদের রক্তের বন্যায় ভেসে।যেতে ।
পড়ন্ত বিকেলে আবছা আলোয়,
নাইতে নেমেছে পাড়ার ছোট্ট কিশোরী।
বুলেটের আঘাতে লুটায়ে পড়েছে ভূমি তলে,
চারিদিকে আজ আঁধার নেমেছে, হয়েছে বিবর্ণ এই নগরী।
নববধুর আজ বাসর হবে,
হঠাৎ নিকশ কাল আঁধারে ভেসে আসা শুনতে পায় সেই শব্দ।
বাসর ঘর যে রাংগালো রক্তের ফেনিল বন্যায়,
বীরাঙ্গনাই পতি হত্যার প্রতিশোধ নেবে করবেই তাদের জব্দ।
সারা বাংলা আজ ক্ষেপেছে ভীষণ,
রক্ত দিয়েই কিনবে তাদের স্বাধীনতা।
বাপ-দাদার মুখের বুলি ফিরবে আবার,
ফিরবে ভালবাসার ইতিকথা।
আমরা পেয়েছি বিজয়,
জানান দেব সারা বিশ্বের ইতিহাসের পাতায়।
লাখো শহীদ আর বীরাঙ্গনার নাম লিখব আজি,
এই বিজয়ের দেয়ালিকায়।
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:১৭