বালিকা তোমার সুললিত সুরে,
মনটা যে খুব হাসে।
বালিকা তোমার দোলিত মনে,
এই হৃদয়পদ্ম ভাসে।
বালিকা তোমার এলোকেশ চুল,
শীতল হাওয়ায় দোলে।
বালিকা তোমার আলতা রাঙ্গা পায়ে,
ক্লান্ত পথিক পথটা যে ভোলে।
তোমার ঝুমকো দুলে পাই প্রানের স্পন্দন,
তোমার জন্য করিতেছে বালক আর্তনাদ আর অশ্রুভরা ক্রন্দন।
তোমার হৃদয়ে কি পৌছেনা? সেই অশ্রু ঝরনার সুর।
সেই সুর তো প্রতিধ্বনিত হয় দিগন্ত ছাড়িয়ে বহুদূর।
তোমার দেয়া শিউলি ফুলের ঘ্রাণে ফিরে পাই আমার ক্লান্ত বিকেল,
সাজাই তোমায় দেবী।
বকুলের মালায় সাজাবো তোমায়,
এই রজনী কাটাই আর তোমায় ভাবি।
তোমায় নিয়ে কাটছে না যে,
এই নির্ঘুম রাতের মায়া।
তোমায় আমি সাজাব আমার,
স্বপ্নলোকের জায়া।।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৩