কাল ভোর হবে,
শীতের স্নিগ্ধ ভেজা কুয়াশার আঁচড় সবুজ ঘাসের উপর পড়বে।
তুমি পা ভেজাবে।
আর আমি তোমার হেঁটে চলা ভেজা পায়ের ছাপে হাত বোলাব।
কাল ভোর হবে,
প্রকৃতির নিয়ম মেনে সূর্য্যি মামা জাগবে।
খেজুরের পত্রপল্লবের ফাঁকে সূর্যের কিরণ,
তোমায় আহ্বান জানাবে।
কাল ভোর হবে,
খেজুরের রসের হরেক রকম পিঠার পসরা সাজাবে।
তুমি ক্লান্তিহীন অপেক্ষায় মত্ত,
কারো আসার আকুলতা তোমায় গ্রাস করবে।
কাল ভোর হবে,
বসন্তের কোকিল হয়তো দিক ভুলে যাবে।
এই কনকনে শীতে তোমার একাকিত্বের সঙ্গী হতে,
তোমায় আহ্বান জানাবে।
কাল ভোর হবে,
সবাই হাসবে, খেলবে , গাইবে।
হয়তো আমার ভোর হবে না।
তোমার মৌনতার যন্ত্রণায়,
আমি হারাব এই অমাবস্যার আবছা আলোয়,
আমি হারাব, আমি হারাব, সুদূর নীল দিগন্তে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৮