সাজবে তোমার খোঁপা লাল-নীল ফুলে,
দোল খাবে চুল রজনীগন্ধা, হাস্নাহেনা, বকুলে।
ভালবাসা সব দিলাম তোমার খোঁপায় বন্ধী,
অপেক্ষার প্রহর শেষ করে হোক তবে এবার সন্ধি
রাগটা কাটুক ভালবাসায়,
দুর্বিষহ দিনটা।
আমি যে ভাল নেই খুব,
কাঁদে যে রোজ মনটা।
সত্যি বলবে?
ভাল কি বাস আমায়?
তোমায় নিয়ে ভাবি শুধু,
জানি না কবে চলে যাই কোমায়।
কত বসন্ত কেটেছে আমার,
বট-বৃক্ষের মূলে।
বালিকা কবে ঠাই দিবে মোরে?
তোমার হৃদয়ের কূলে।
কত বর্ষায় কেঁদেছি আমি,
ভেসেছি আমি বন্যায়,
আর কত বিধাতা সহ্য করবে,
আমার সাথে হেন অন্যায়।
হৃদ কম্পন কি পৌছায় না,
তোমার ঐ হৃদয় দ্বারে।
তিল তিল করে ভালবাসা গুলো,
স্নিগ্ধতায় সাজিয়েছে যারে।।