১।
তুমি ডুবো জাহাজের সন্ধানে অসম্ভব সাগর তোলপাড় করে ফেললে
অথচ উপরের জাহাজ ফিরেও দেখলে না
জেলে নৌকা আর ইঞ্জিন ট্রলারের শব্দ তোমাকে আকর্ষন ই করলো না
নাবিকের ডাক সঙ্গতকারণে তোমার কানেই আসেনি
এক পৃথিবীর জাহাজের সংখ্যার কাছে সাবমেরিন আর ক’টা হবে?
২।
খাঁচায় বাঁধা পাখি যেমন যেটুকু সাধ্য ডানা মেলে ঝাঁপটায়
তেমন সাধ্যের ভেতর কিছুটা চারপাশ ঝেড়ে ফেলে দিতে ইচ্ছে হয়,
প্রতিদিনের ভার্সিটি,বারান্দা,রোজ রোজকার চেনা ক্লাস প্রিয় বন্ধুরা, প্রিয় তুমি সবকিছু কেমন যেন অদৃশ্য শেকল মনে হয়!
মাঝে মাঝে তোমার ভেতর ও সম্পূর্ণ ডুবন্ত আমি আগ্রহ হারাই,
ভেসে উঠার জন্য ছটফট করি,
মনে হয় অনেক হয়েছে তোমার সমুদ্র-বুকে
এখন বালিতে দু পা ফেলে চলে যাওয়া উচিত..
বদলে ফেলা উচিত আয়নায় অনুগত ছবি।
৩।
তোমার আগোছালো চুল থেকে ঝরছে জ্যৈষ্ঠ আষাঢ় সমস্ত শ্রাবণ
ওদিকে মরা বুড়িভদ্রার নিথর বুকে দীর্ঘ হাহাকার
ফেঁটে চৌচিড় মাঠ, শুকায় সৃজিত বরজ,
সমস্ত বর্ষা তোমার স্নান ঘরে, বাইরে ফসলগ্রাসী খরা!
৪।
চলছে সমুদ্র আগ্রাসন
উপকূলে বাতাস তাড়িত জলের ত্রাস
এদিকে আমাদের বৃষ্টি বিলাসী দিন- খেঁচুরী মাংস আমের আঁচার!
ফিলিং ব্লেসড্ বলতে লজ্জা পাচ্ছি না মোটেও,
কেউ অভুক্ত পথশিশুর কথা ভেবে একরাতও না খেয়ে ঘুমতে যায় না।
৫।
এই নীল গোলাপী বিকেল আর লাল কালোর গোধূলী র পর সিগ্ধ চাঁদের পুব আকাশ
দেখে কে বলবে আজই দক্ষিণে একটা ঝড় আঘাত হেনেছিলো
সমুদ্র ফুঁসে উঠেছিলো বুক সমান?
আজ সকাল থেকে পুরোটা দিন শুধু ই ভাললাগার!
কি করার আছে, অন্যের শোকে শোকার্ত না হলে ফাঁসি অথবা জরিমানা কোন টার ই বিধান নেই সংবিধানে।
৬।
রাতের ঘন কালো অন্ধকারেও মেঘ গুলো কিভাবে যেন চেনা যায়,
অথচ মানুষ গুলো বিলিয়ন ওয়াটের সূর্যালোকেও থেকে যায় অচেনা,
মানুষ গুলো কুয়াশা জমিয়ে রাখে একবার শীতের স্বাদ পেলে আর বসন্তে ফেরে না,
সবাই ই জানে বর্ষা র মত বিষন্ন সময় দ্বিতীয়টি নেই।
৭।
ঈদ পূজার মত মৃত্যু ও একটা উপলক্ষ,
গেটটুগেদারে হাসিতে দোষ নেই
মেকি শোক থেকে হাসি ভাল,
তারপরও যারা এসব ধরে
তারা নিজেরাও জানে না কখন তারা হাসে
কখন কুশল বিনিময় গুলো গল্প হয়ে উঠে দিন রাতের কথায়।
৮।
মনের আকাশ ভেঙ্গে একদিন ভীষণ বৃষ্টি নামবে
আর সেদিন তুমি কোথ্থাও যাবে না,
সেদিন আমি মনখারাপ গুলো সব বন্দি করে রাখবো কাঁচের বোয়েমে,
বৃষ্টিতে বিষণ্ণতা নামে ভুল প্রমাণ করে ভাসিয়ে দেব সাত রং কাগজের নৌকা।
৯।
দূরে গেলে চর জাগে
দু হাত ভরে শুকনো বালু থাকে
চোখে শুধু মরুসম জমিনের লাঠিয়াল
শকুনের ভীর,
কাছে এলে জল শুধু!
ঘর বাড়ি পর শুধু!
নদী তুই আপন কোথায়?
কোথায় তোর চুপচাপ পাশে বসা
সোহাগিনী পলি মাখা তীর?
১০।
শীত আসে নদীর তীর ছুঁয়ে মৃদু কুয়াশা রেখায়
জ্যোত্স্না নীল হয় রাতের কুয়াশায়,
শীত আসে....
শরৎ এর আকাশ জলের নীল শাড়ি সাদা পাড় পালটানোর সময় এবার!
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১৬ দুপুর ১২:৩৩