১।
চুপ করে থাকো- তোমার কথায় আকাশ বিদীর্ণ হবে
বেজে উঠবে সাইরেন যুদ্ধহত নগরীতে যত,
চুপ করে থাকো- ভালবাসি বলোনা কখনো
ওটা অভিশাপ প্রলয় আকাক্ষী সুদৃশ্য গ্রেনেডের মত।
২।
চটপট চম্পট দেবো একবার বলেই দেখো চলে যেতে
আমিও হতে জানি ঐ জাদুকাটা নদী
চপ্পল জোড়া তো পেড়িয়েই আছে চৌকাঠ।
৩।
বিকেলের উষ্ণ পারদে সন্ধ্যা নেমেছে বাউল সংগীতে,
ঐ মেলা ভাঙে, থামে কোলাহল,
বহু দূর কোন অতীত ঢেউ ভাঙে যশোধরা ঘাটে- পুঁথি পড়ে অচেনা জাদুকর।
৪।
আজও পাহাড় নিষ্পলক মৌন
বাতাস বেপড়োয়া বৈরী
এক নদী দু তীরের মাঝে সীমান্ত হয়ে দাঁড়ায়
উপরের চাঁদ টা এক ই জ্যোত্স্নায় দু গাঁয়ে ঘুম পাড়ায়।
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১৬ রাত ১০:১৪