পৃথিবীর এক ভাগ মাটি তিন ভাগ জল
তারপর ও মাঝে মাঝে দেখি চার দিকে জলের বড্ড অভাব,
চৈত্রের রোদে মাটি ফাঁটে,
নদী শুকায়, পোড়ে বাড়ন্ত ফসলী মাঠ;
তৃষ্ণার্ত পথিকের ঘাম শুকায় পথের ধূলোয়,
শুকায় ব্যালকনির টবে সৌখিন চারা
ঘরের ভেতর শুকায় সম্পর্ক,
কৃশ হয় প্রেম,
তৃষ্ণার্ত শরীর শুধু শরীরের জন্য বেঁচে থাকে;
কিছু কিছু দুঃখ জমা থাকে বুকেও জলের অভাবে।
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১৪ বিকাল ৪:৪৬