কিছু সমুদ্র,
একগুচ্ছ গাংচিল কিংবা উত্তাল ফুলের আঙ্গিনা,
শব্দের অহেতুক নাড়াচাড়া তারপর গগন বিদারী হাসি। আচ্ছা বলোতো, হাসি কি গগন বিদারী হয়?
তবে..কান্না কি???
----- কান্না ?? প্রানখোলা , বুক চাপা গান আর গেয়ে যাওয়া সুর।
সুর গাইতে পারো???
গেয়েছিলো তো, জেরেমি কিংবা মোজার্টের বেহালা ,
নীল বেহালার ধূসর সুর। কখনো ধূসর আগুনে নীল বৃষ্টি। অতঃপর , মেঘ পুরুষের হুংকারে বৃষ্টি কন্যা পায়ে নূপুর বাঁধে।
----- এটা কি হলো???
কি হলো????
------ মেঘ পুরুষের হুংকার আর বৃষ্টি কন্যার নৃ্ত্য????
পুরুষ শাসিত সমাজের গন্ধ পাচ্ছি। তোমাদের হুংকারে আমাদের দু পা কেঁপে উঠে।
এই যাহ্, তা বলেছি নাকি???
এসো তবে পাল্টে দিই , বৃষ্টি মেয়ের আঁচলে মেঘ পুরুষের ছায়া.।।।
----- ছায়া আর কতদূর যাবে ???
যতদূর রাত্রির পথ, যতক্ষণ বুকের শিশিরে ছুঁয়ে না দেয় ভালোবাসার রোদ্দুর.।।
-----অবশেষে ভালোবাসা
হুম, ভালোবাসা....
মানে তুমি আর আমি।
----- হুম, আমরাই তো .।.।।
কিছু সমুদ্র,
একগুচ্ছ গাংচিল কিংবা উত্তাল ফুলের আঙ্গিনার মতো বেমানান শব্দে বন্দী আমরা .।.।।
ভালোবাসা এখন শুধুই অসম সমীকরণ .।.।।
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:১৬