.
.
.
যাদের কাছে এখনও পৌঁছাতে পারিনি এবং যারা সাহায্য করতে চেয়ে এখনও সময় করে উঠতে পারেননি তাদেরকে জানানোর জন্যই এই পোষ্টখানা।
এ সম্পর্কিত আগের ২টি পোষ্ট দেখতে নিচের লিন্কে ক্লিক করুন-
১। এই শীতে আপনার একটা পুরনো শীতবস্ত্র বা কিছু ডোনেশন যদি দুঃস্থ মানুষের মুখে হাসি ফোটাতে পারে তবে ক্ষতি কি??! (দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ...মিশন রংপুর)
২। ডেটলাইন ২৬ তারিখ।মানুষের মখে হাসি ফোটাত আমাদের সন্গী হোন, মিশন রংপুর!! শীতবস্ত্র বিতরণ----আপডেট
আমাদের এখনও পর্যন্ত প্রাপ্ত মোট ডোনেশন- ২৩৬৩৫ টাকা।
কাপড়- এখনও গননা করা হয় নাই। কারণ আরও আসতেছে। তবে আনুমানিক ২৬০ পিসের মত আছে।
আমাদের রংপুর যাওয়ার ফাইনাল ডেট এখনও পর্যন্ট ২৭ তারিখ ( বিশেষ অসুবিধা হলে ২৮ তরিখ )
তাই ডোনেশনের জন্য হাতে সময় খুব কম।যারা ডোনেট করতে চান তারা ২৬ তারিখ দুপুরের ভিতর যোগাযোগ করুন।
এছাড়া আজ আমি বের হচ্ছি গাড়ি নিয়ে। কেউ যদি কোন সাহায্য করতে চান, আমাকে ফোন করলে আমি চেষ্টা করব পৌঁছাতে।
কনট্যাক্ট ইনফো-
যেকোন তথ্য ও ডোনেশনের জন্য
Contact info : (to donate and for any kind of information)
E-mail address: [email protected]
Cell no.: 01911514333
ঢাকার বাইরে থেকে যদি কেউ ডোনেট করতে চান,সেজন্য ব্যাংক একাউন্ট নং
মোঃ আব্দুর রাজ্জাক
সঞ্চয়ী হিসাব নং-৪২৬৯
ইসলামী ব্যাংক, মোঃপুর কৃষি মার্কেট শাখা।
ঢাকা-১২০৭
যেকোন জায়গা থেকে এই একাউন্টে টাকা জমা করলেই চলবে।শুধু ডোনেট করার পর আমাকে টাকার পরিমাণটা জানিয়ে দিবেন।
সবাইরে অনেক ধইন্যাপাতা আমার সাথে থাকার জন্য।
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:১৩