আসছে সিটি কর্পোরেশন নির্বাচনে দেশের দুই প্রধান রাজনৈতিক দল অংশ গ্রহণ করছে। প্রচারণাও চলছে ব্যাপক। ২৮ তারিখ থেকে ভোট। কাকে ভোট দিবেন কোন মার্কায় ভোট দিবেন আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। শুধু ভোটার দের উদ্দেশে কয়েকটি কথা বলবো।
দেশের সব মানুষই একমত যে ভোট প্রার্থীরা ভোটের আগে ভিক্ষুকের মতো ভোট চাইলেও বা মেথরের মতো রাস্তা ঝাড়ু দিলেও ভোটে বিজয়ী হওয়ার পর রাতারাতি এদের চেহারা বদলে যাবে। এক একজন ভিক্ষুক হয়ে উঠবে এক একজন জুলুম বাজ প্রতারক।
আপনার ভোটে বিজয়ী হয়ে চুরি করবে , ডাকাতি করবে, সন্ত্রাস করবে। একবার ভেবে দেখুন আপনার ভোটে বিজয়ী প্রার্থী যদি এসব করে তাহলে আপনিও বিনা কারণে কোন দোষ না করেও এসব নোংরা কাজের সহযোগী হয়ে যাচ্ছেন শুধু মাত্র একটি অপরিকল্পিত ভোট দিয়ে। অন্যায় কারী এবং যারা তাকে অন্যায় করতে সহযোগিতা করছে দুইজনই অপরাধী।
আল্লাহ পবিত্র কোরানে বলছেন " যদি কেউ ইচ্ছাকৃত ভাবে একজন নিষ্পাপ মানুষকে হত্যা করে সে যেন পুরা মানব জাতিকে হত্যা করলো"।
এখন যে জালেমকে আপনি ভোট দিয়ে বিজয়ী করছেন সে যদি ক্ষমতা পেয়ে কোন অসহায় মানুষকে হত্যা করে বা হত্যা করতে সহযোগিতা করে তাহলে একবার ভেবে দেখুন শুধু মাত্র একটি ভোট দেওয়ার কারণে আপনি কত বড় পাপী হচ্ছেন।
আপনার ভোট আপনি দিন। দেখে শুনে বুঝে দিন। ভোট আপনার পবিত্র আমানত। এই আমানতের খেয়ানত করবেন নাকি সঠিক ব্যবহার করবেন একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার।
তবে শুধু এতোটুকু বলবো আপনার ভোটে যদি কোন চোর ডাকাত ধর্ষক নির্বাচিত হয় তাহলে অবশ্যই সে যে পরিমাণ অপরাধ করবে তার জন্য আপনিও দায়ী।