অবশেষে এল সেই কাঙ্খিত দিন। ব্রিটিশ বাবজিদের কাছে ইন্ডিয়া হল ধবল ধোলাই, তাও আবার তাদের স্বাধীনতার মাসে। আহা.....কি সুখ, কি শান্তি। ইন্ডিয়া হারু মুবাROCK!!! দেখিতে তব ইচ্ছা হয়, ওম শান্তি। কালকে তো ঈদের আগে পুরা ঈদের আনন্দ পেলাম 'টীম ইন্ডিয়ার' বদৌলতে। খুশিতে একচোট মেহেদিও লাগিয়েছি হাতে। ওরে, এত আনন্দ আমি কই রাখি, আমার বাড়িতে জায়গা নাই!
তারা খেলতে গিয়েছিল সদ্য বিশ্বকাপ জিতে, টেস্ট প্লেয়িং টীমগুলোর এক নম্বর টীম হিসেবে। ললজি...১নং টীম যখন ৩নং টীম হয়ে ঘরের মাটিতে পা রাখবে, তখন ধইন্নার ঝাড়খন্ডের বাড়ির কি দশা হবে এটা চিন্তা করেই দিলে শেবাগের ICE COOL এড টার শান্তি পাচ্ছি।...এখন দেখতে হবে ধইন্না আম জনতাকে কয় লিটার করে PEPSI গিফট করে। বা টেন্ডুলকার আঙ্কেল তার বউ-বাচ্চার ক্ষতি পোষাতে কত cft ফ্রিজ পাবলিককে দেয়। ………….ইন্ডিয়ার ম্যাচ থাকলেই 'লগান, চাকদে ইন্ডিয়া, রঙদে বাসন্তি' দেখায় ইন্ডিয়ার চ্যানেল গুলো। আর তা যদি হয় ইংল্যান্ডের সাথে তবেতো কথাই নাই, যেন ৪৭'এর মত আরও একবার তারা ব্রিটিশ তাড়াবে এমন একটা ভাব। :/...আর একটা জিনিস সবাই জানে তারা কোন টীমকেই টীম বলে ধরেনা, তারাই হচ্ছে খোদার খাসি আর বাকিরা সব মাছি। অতিরিক্ত হামবড়াই আর অতিরিক্ত বিজ্ঞাপন এর মডেল হলে রেজাল্ট যে কি হতে পারে তা ইন্ডিয়ার থেকে শিক্ষা নেওয়া উচিত BDএর।………WC যে তারা কিভাবে জিতল সেতো না বলাই বেটার। এক এই টেস্ট সিরিজটা দেখলে এক ফিডার খাওয়া বাচ্চাও বলে দিবে তারা কি করে WC জিতল। তাও যদি তারা টেস্ট ম্যাচকে ওয়ানডে ধরে খেলতো, তাহলেও হয়তো একটা ম্যাচ ড্র হতে পারত। সে যাই হোক তারা যেভাবে খেলছে সেভাবেই খেলুক, একদিন এভাবে খেলতে খেলতেই আমরা তাদের দেখব বিজ্ঞাপন বানিজ্যের ওয়ার্ল্ড স্টেডিয়ামের মাঠে। ...সবাইকে ইন্ডিয়া হারু মুবাROCK !
ইন্ডিয়া WHITE WASH হলে ইফতার পার্টী দিব বলেছিলাম। আজ সেই ইফতার পার্টী। তাই, নিচে ইফতারের কিছু মজাদার আইটেম দিলাম। যার যার পছন্দমত আইটেম নিয়ে ইফতার কর, পরে জানিও কোন আইটেম এর কেমন টেস্ট ছিল।
ইফতার আইটেম-----
*শেবাগ ঝাল ফ্রাই
*মিশ্রের ছোলা-মুড়ি
*দ্রাবিড় লাবাং
*আরপি শরবত
*ইশান্ত বেগুনি
*ধোনি পিঁয়াজু
*গম্ভীর চপ (আলু)
*রায়না হালিম
*লক্ষণ জিলাপি
*শ্রীশান্ত চপ (সবজি)
*টেন্ডুলকার তেতুল চাটনি (ইন্ডিয়াকে দেখতে পারেনা তবে টেন্ডুলকারের ফ্যান, এমন পাবলিকের কাছে ক্ষমাপ্রার্থনা পূর্বক। যেহেতু উনি একজন টপক্লাস প্লেয়ার, তাই শ্রদ্ধাকরে তাকে আমার সবচেয়ে ফেবারেট আইটেমটাই দিলাম।)
আশা করছি ইফতারের এমন সব মজাদার আইটেম দেখে পার্টিটা ভালোই হবে। সবাইকে আবারো ইন্ডিয়া হারু মুবাROCK!!!
বি.দ্র - ~যারা ব্লগটি দেখবেন তাদেরকে নিজ দ্বায়িত্বে ব্লগ দেখার আমন্ত্রন জানাতে পারলেও যদি অপমানিত হয়ে থাকেন, তবে তা অবশ্যই নিজ দ্বায়িত্বেই হবেন।
~কোন ধরনের ব্যক্তিগত আক্রমন কাম্য নয়।
~৭১'এর সেই বহুল ব্যবহৃত ইন্দিরা গান্ধী কর্তৃক হেল্পের যুক্তি না দিলেই খুশি হব।
~শেয়ার করার পূর্বে অনুমতি নেওয়া অবশ্য কর্তব্য।………..
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১১ বিকাল ৫:৫৩