মুখ ও মুখোশ...!
মুখ আর মুখোশের মধ্যে একটা সুনিবিড় কিন্তু স্ববিরোধী দ্বন্দ আছে। সময়ে একটা আরেকটার সম্পূরক সময়ে একটা আরেকটার জন্য ব্যথাদায়কও!
ছোট্ট একটা সিম্পটমঃ আবেগ, অনুভূতি, ভালো-খারাপের মিশেল কিংবা শ্রদ্ধা- সৌহার্দ এবং সমীহঘেরা কল্পজগতের চমৎকার সত্ত্বাটা যখন স্বরূপে চর্ম চোখের সামনে মর্তের মানুষ হয়ে হাজির হবে, তখন মনের চোখ আর ওই চর্ম... বাকিটুকু পড়ুন
২৮ টি
মন্তব্য ১৬৩৯ বার পঠিত ৬