আমাদের দেশের বেশিভাগ মাইয়ারা পারবারিক ভাবে তাচ্ছিল্য হইতেসে ... জন্মের পর মাইয়া বইলা গালি.... বড় হয় ছুটো মাছের টুকরা, মুরগীর হাড্ডী খাইয়া .... বড় মাছের টুকরা আর মাংসটা ঘরের পুরুষ মানুষের জন্য উঠায় রাখা হয় .....
বিয়ার পর একই বুলি .... সেই বড় মাছের টুকরা আর মুরগীর রানটা পুলা আর জামাইর জন্য তুইল্যা রাখে নিজে গলার হাড্ডি চাবায় .... আর শাশুড়ির লগে থাকলে পটে গোস্তের ঝোলটাও জুটে না .... বাপ্ মায়ের কাছে যার মূল্য নাই পরে মূল্য দিবে কেমনে..... তাই সেও তেমটাই করে ... রীতি হইয়া গেছে .....হায় !!!! নারী একবারতো কহ , তোরও মুরগীর রান খাইতে মন চায় .....
"""""মাইয়া বইলা তুই পাপী , তুই ছুটো ..... মাইনা নিতে হবে, এই সমাজ সংসার .... দাসত্বের রীতি ..... """"..... ভুল .... মাইনা নিলাম না ..... সময় উল্টায় দিলাম .... তুমি পুরুষ !!!তুমার পাপ হয় না , আমার হবে ক্যান ????
এইবার আসল জায়গায়তে আটকে গেলা নারী!!!! পুরুষের মূল্য বেশি তারা বাহিরে গিয়া টাকা কমায় .... বাহিরে বিড়ানিও খাইয়া আসে .... তাতে সমস্যা কি ? তুমার পেট সে চালায় ? তুমার কম হইলো বচ্চা পয়দা করা ... পুলা হইলে পুরুষ মানুষ আর মাইয়া হইলে দাসী বানায় সমাজ উদ্ধার করা .... তুমার ইন্টারটেইনমেন্ট হইলো সিরিয়াল .... আর জামাই. সবাইরে কইয়া বেড়ায় " আমার বউ গয়না আর সিরিয়াল ছাড়া কিচ্ছু বুঝে না ". ..... তাই ঘরের বিরানির চাইতে বাহিরের বিরানি ভাল্লাগে .... আরে পুরুষ তুমি যখন বউয়ের লগে ঘষাঘষি করসিলা তখন মনে ছিল না .... তুমি তোমার বউরে টাকা দিয়াই দায়িত্ব খতম করস .... ওই নারী তার সব দিসে .... তার শরীর , বাচ্চা পয়দা করতে গিয়া সৌন্দর্য , বাচ্চা বড় করতে গিয়া রাইতের ঘুম , তিন বেলা ঘর ভরা মানুষের জন্য খানা রেডি করতে করতে নিজেরে খুইজ্যাই পায় না .... রাতে বাড়ি ফিরে সোশ্যাল মিডিয়াতে তোমার ঘষাঘষি .... বউ সিরিয়াল না দেইখ্যা কি করবে ???? বউ এক কাম কর তুমিও সোশ্যাল মিডিয়াতে ঢুইকা ঘষাঘষি শুরু কর .... অবশ্য তুমার এফবিতে সব সুখী ছবি ... ক্যান এই অভিনয় ? মুখ তুইল্যা কও তুমি সুখী না !!!!!!
পরিবার সামলানো নারীর একার দায়িত্ব না ..... বা টেকা দিয়া পুরুষের দায়িত্বও শেষ না ..... বাসার প্রতিটাতে কাজে পুরুষেরও সাহায্য করা যেমন উচিৎ , ঠিক তেমন বাহিরের কাজেও নারীর .... আর্থিক স্বনির্ভর নারীই নিজের অধিকার, নিজের সত্তার জন্য লড়তে পারে ....
অ্যান্টিবাইওটিক
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২৪