একটা দেশ জন্মের পরই যে সব শুদ্ধ কইরা দাঁড়াবে তা কিন্তু না ... বাংলাদেশর বয়েস মাত্র পঁয়তাল্লিশ পার হইলো .... দেশ কতটা আগাইসে তা বলতে না পারলেও মানুষের মানসিকতার অনেক উন্নতি হইসে .... বিশেষ কইরা নারী ....
একটা সময় ছিল বাংলাদেশের মাইয়ারা লেখাপড়া করতো শিক্ষিত জামাইর পাশে দাঁড়ানোর জন্য .... আরো কিছুদিন পিছায় যাই সেই স্বতীদাহের যুগে ...এখনো গা ছিমছিম কইরা উঠে... তারপরও পতিভক্তি, সন্তান ভক্তি , সংসারে মাঝে নারী কাগজে কলম দাসে পরিণত হইয়া যায় তা নিজেও বুঝে না ... নিজের ইচ্ছা বলতে পরিবারের ইচ্ছা .... বিয়ার আগেও বিয়ার পরেও .... এখনও এদের সংখ্যা এত্ত কম না ....
তবে পশ্চিমা দেশের সাথে তুলনা করাটা ভুল হইতেসে ..... পশ্চিমা দেশগুলোতেও নারী এক দিনে বা পয়তাল্লিশ বছরে সব পায় নাই ... যুগে যুগে তারাও স্ট্রাগল কইরা আসছে .... নারী মানেই স্ট্রাগল কইরা বাঁচতে হবে ...আমি ইতিহাসের বিষয়ে এত্ত ভালো বুঝি না ... চামে পইড়া যেইটা জানলাম তাতে মনে হইলো বাংলাদেশের নারীরা এত্ত পিছায় নাই ... সুইজারল্যান্ড জন্ম হইসে ১২৯১ সালে নারী সমঅধিকার আইন পাশ হইসে ১৯৭১ সালে ... ৭০০ বছর পর.... সেইখানে পঁয়তাল্লিশ বছরে আমাদের এই অবস্থান খারাপ মনে হয় না .....
নারী মানুষ বইলা সেইদিন গণ্য হবে যেদিন নারীরা নারীদের সম্মান করতে শিখবে ...... জন্মের পর থেকে মা থেইক্যা যেইটা শিখসি তা যদি আমারদের মাইয়াদের উপর না চাপাই হয়তো সময়টা জলদি আসবে .... মাইয়া মানুষ হিসাবে আমরা যেই পথ পারি দিসি সেইটা আমার সন্তান মানুষ হিসাবে পারি দিবে ..... তাহইলে আর ৭০০ বছর ওয়েট করতে হবে না ৭০ বছরেই হয়তো আসবে .... একদিন আসবেই .....
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩২