মাইনষে নাকি এখন খালি অনলাইন সেলিব্রেটি হয়। এফবিতে কি মরার লাইভ খুলসে, বেটিরা কাপড় খুইলা মডেল হয়। লাভ কি ??আদিম বেচাকিনা...।। একদল মানুষ দেইখা জিব্বা চাঠে ...। থুঃ তোর মুখে ...।।
জানতে মন চায় সব পুলাগোর কি এমন ফিল হয়??!! লজ্জায় ভাইরে জিগাইতে পারি না । ভয়ে বাপরে জিগাইতে পারি না।
সোশ্যাল নেটওয়ার্ক যত উন্নত হইতেছে সমাজে ততো উন্নত মানের ধর্ষক সৃষ্টি হইতেসে । শিশুর শরীরটারেও সেক্স দেবী লাগতেসে। সমাজ মুখ গুটায় থাকলে , আইন ঘুমায় থাকলে কয়দিন পর সব ঘরে ঘরে ধর্ষক সৃষ্টি হবে , আমি হলফ কইরা কইতে পারি। পুলাপাইনদের আমরা যেই শিক্ষা দিতেসি ফল সরূপ কয়দিন পর বাহির হইব শিক্ষিত ধর্ষক। যদি সংখ্যায় এখনও কম না।
গাদা গাদা বই বাচ্চাগোর মাথাটা খাইয়া ফেলতেসে । পড়া লেখায় বিনোদন না থাকায় পুলাপাইন ভুল বিনোদনের দিকে চইলা যাইতেসে । বাবা মা হিসাবে আমরা কি করতাসি পুলা মাইয়া ভাগ কইরা ফেলতেসি । মাইয়ারে কইতেসি লুকায় থাক আর পুলারে কইতেসি বাহিরে যাইয়া যা খুশী কর।
পুলা হওক আর মাইয়া হওক কেওই সেক্স কি ? সেইটা জাইনা জন্মায় না । সেক্স এর সঠিক সংজ্ঞা নতুন প্রজন্মের কাছে তুইলা ধরা বাপ মা আর শিক্ষা ব্যবস্থার কাম ... ।শিক্ষিত ধর্ষক অশিক্ষিত ধর্ষকের থেইক্কা মারাত্মক । এরা ধরা ছুঁয়ার বাহিরে। শিক্ষা ব্যবস্থা যদি লজ্জায় সেক্সরে লুকায়, নিজে পতিতালয়ে বইসা থাকে, ধর্ষক একদিন রাজা হইব।
অ্যান্টিবাইওটিক
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৪৬