কখনো যে কিছু লিখব ভাবি নাই , কিন্তু আজ লিখলাম , আজ যখন চারিদিকে রাজাকারে বিচারের দাবি , আমরা খুব বেশি ধর্ম প্রেমী হয়ে উঠলাম। আমরা নিজেরাই কতটা ধর্মে বিশ্বাস করি, তা নিজেকে একবার জিজ্ঞাসা করে দেখি?????? আল্লাহ ত বলছে নামাজ পর, ভাল কাজ কর...... বলে নাই মানুষ খুন করতে।। সেইটা অবশ্য কোন ধর্মে বলে নাই...।
নবীজি বলছেন, ছোট জিহাদ শেষ, বড় জিহাদ বাকি......।।
বড় জিহাদ হল নিজের মনের সাথে যুদ্ধ করা...।
আমরা আজ কতটা ইসলামকে সম্মান করি, নিজেকে প্রশ্ন করি আগে... আমরা মিথ্যা বলি ।। অন্যদের নামে কুৎসা রটাই...।
মনে মনে বলি আমি মুসলিম... হায়রে মানুষ...।।
আমরাই ইসলামের বড় শত্রু...।।
আমরাই শিরিক নামক বড় গুনা করি, কারন আল্লাহর হুকুমে চেয়ে নিজের মনকে বড় করে দেখি...
আজকে যখন রাজাকার শেষ হবে স্বপ্ন দেখি, তখন ধর্ম গেল জাত গেল বলে চিৎকার করি... ।
মদের বোতল দেখলে জিহবায় জল আশে তাতে জাত যায় না...।
যার যায় সে বুঝে...।
আমার ভাইকে যদি কেও রাজিবের মত খুন করে ফেলে যেত তাহলে আমিও বুঝতাম......। ৭১ এর ধর্ষিতা নারী যদি আমার বোন হত তাহলে হয়ত বুঝতাম...।
রাজিবের মত যারা খুন হয়, তাদের রক্ত দেখে মনে হয় নাস্তিকের রক্ত... নাস্তিক না আস্তিক কি যায় আশে, একটা মানুষ মরে গেল বুকে এখনো কি জ্বলে না?... বলে না? ... আর কত?
কিন্তু আর না...।।
দাবি একটাই রাজাকারে ফাঁসি......
এতে আমার জাত বা ধর্ম কোনটাই যায় না...।
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১৩ ভোর ৫:০৮