অনুষ্ঠানের ৩য় পর্বে প্রথমেই গান গাইতে আসলেন যাত্রী (অনেকে বলেন ইয়াত্রী) ব্যান্ডের তপু-তপু ভাই।শুরু করলেন নুপূর-১ গানটি।তপু ভাই আমার খুব খুব খুব প্রিয় শিল্পীদের একজন।চিল্লাতে চিল্লাতে আমার গলার বারটা বাইজা গ্যাসে
হঠাৎ
......দেবে কি পাড়ি হোক যত ঝড় বন্যা?
এইটুক গাওয়ার পর উনি জিজ্ঞেস করলেন-
অডিয়েন্স থেকে কেউ কি আসবেন আমার সাথে গান গাইতে?
আমার দুই দোস্ত মনির আর আজাদ আমারে এমন এক ধাক্কা মারলো যে কিছু বুঝে ওঠার আগেই দেখি আমি স্টেজের সিঁড়িতে,বেকুব অবস্থা কাটতে না কাটতেই দেখি আমার হাতে মাইক।আমি তখন একবার মনির আরেকবার আজাদের দিকে তাকাই।মনির ইশারায় কইল - শালা যা!
তারপর একটা দম নিয়া সাহস কইরা উইঠা গেলাম স্টেজে। গান গাইলাম নাকি ব্যা ব্যা করলাম জানি না
আমি গাইতেছি-
'যত ভালবাসি তারে,দূরে রয়ে যাবে...
-তা তো তুমি জান নি (তপু ভাই গাইলেন)
আমি গাইলাম-তা তো আমি জেনেছি।
তপু ভাই বললেন-আমি কিন্তু নুপূর-১ গাচ্ছি!
আমি কৈলাম- কিন্তু আমার তো নুপূর-২ গাওয়ার কথা!
-আরে তাই তো!
তপু ভাই হেসে দিলেন।আমি শুরু করলাম
-এক পায়ে নুপূর আমার,অন্য পা খালি.....!
গান শেষে তপু ভাই আমার নাম জিজ্ঞেস করলেন।জানতে চাইলেন তার গাওয়া আমার আর কোন প্রিয় গান আছে কিনা,থাকলে তাকে বলতে পারি।
'এই কি বেশি না-এই গানটা' ধুম করে বলে বসলাম আমি।আগপিছ ভেবে বলি নাই,কেন বলেছি তাও জানি না।তপু ভাই হেসে বললেন
-গানটা তাহলে তুমিও গাও আমার সাথে!
আমি তো বিশাল টাসকি
...................................এখনও বিশ্বাস হইতেসে না।ক্যান যে ক্যামরা নিয়া গেলাম না অবশ্য আমার দোস্ত আজাদ এট্টা ফোডুক তুইলা দিসে ওর ক্যামরায়
(আমার দোস্তে ফোডুকডা দিলে পুস্ট আপলোড কইরা দিব নে)
ভাগ্যিস দোস্ত! তরা অই রাম ধাক্কাখানা মার্সিলি
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০০৮ রাত ১০:৩৬